নয়াদিল্লি: গত ৩ জুন, শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর নতুন ছবি 'জওয়ান'-এর (Jawan) ঘোষণা করেছেন। অ্যাটলির (Atlee) পরিচালনায় ছবির প্রথম টিজার পোস্ট হতেই শোরগোল তৈরি করেছে অনুরাগী মহলে। ঘোষণা হয়েছে ছবির মুক্তির তারিখও। শোনা যাচ্ছে, ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে (Nayanthara)। কিন্তু ছবির ওই চরিত্রের জন্য প্রথম পছন্দ না কি নয়নতারা ছিলেন না। তাহলে? কে ছিলেন প্রথম পছন্দ?
নয়নতারার বদলে কে প্রথম পছন্দ?
শোনা যাচ্ছে এই ছবির জন্য প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। ২০১৯ সালে তাঁর কাছে স্ক্রিপ্ট নিয়ে গেলে ব্যক্তিগত কারণের জন্য তিনি তা প্রত্যাখ্যান করেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সেই সময়ে তাঁর তৎকালীন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে সংসার ঠিক করতে চলেছিলেন সামান্থা।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর, সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। দুই তারকা তাঁদের পোস্টে লেখেন, 'নিজেদের পথ এগিয়ে চলার জন্য' তাঁরা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। তাঁরা এও জানান যে অনেক আলোচনার পরই তাঁরা এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৭ সালের অক্টোবরে চার হাত এক হয় নাগা ও সামান্থার। ৬ অক্টোবর হিন্দু মতে ও ৭ অক্টোবর খ্রিস্টান মতে বিয়ে করেন তাঁরা।
নয়া লুকে কিং খান
রোম্যান্টিক লুক ঝেড়ে ফেলে অন্য ঘরানার চরিত্রে কাজ করতে আগেও দেখা গেছে শাহরুখকে। তবে এমন লুক বোধ হয় এই প্রথম। গোটা মুখ ঢাকা ব্যান্ডেজে। হাতে মুখে রক্তের ছিটে। বড় নলের বন্দুক এমনভাবে হাতে ঘোরাচ্ছেন যেন খুন-খারাপি তাঁর নিত্যকর্ম। আর এইসবের সঙ্গে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর শুনে গায়ে কাঁটা দেয়। ২ জুন ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায়। ছবির টিজার দেখে মনে হচ্ছে কোনও 'মিশন'-এ চলেছেন কিং খান।