কলকাতা:  'পাঠান'-এর দুর্দান্ত সাফল্য়ের পর শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'জওয়ান' নিয়ে উন্মাদনার পারদ চড়ছে তাঁর ভক্তদের মধ্যে। এই ছবি নিয়ে এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানা যাচ্ছে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এই ছবিকে ইউএ সার্টিফিকেট দিয়েছে। পাশাপাশি, সিবিএফসি ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, জওয়ানের ট্রেলারটির সময়কাল ২ মিনিট ১৫ সেকেন্ড। আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে এই ট্রেলার। তাই দর্শক এইমুহূর্তে মুখিয়ে আছে ট্রেলারটির জন্য়। 


এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবির অন্যতম অভিনেত্রী এবং লেডি সুপারস্টার নয়নতারার (Lady Superstar Nayanthara)। নেটিজেনদের একাংশের মতে সেটি নাকি 'জওয়ান' ছবিতে অভিনেত্রীর লুক। হুড়মুড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে থাকে সেই ছবি। কী দেখা যাচ্ছে সেখানে?


আরও পড়ুন...


এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল


একটি বলরুমে ক্যামেরার দিকে মুখ করে বসে রয়েছেন নয়নতারা। পরনে গোলাপী রঙের একটি স্যুট। এমনই একটি ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত নেটদুনিয়ায় নয়নতারার এই ছবি ভাইরাল। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। যদিও একাধিক 'ফ্যাক্ট চেকিং' সংস্থার দাবি, এই ছবিটি মর্ফ করা। অর্থাৎ এটি নয়নতারার ছবিই নয়, 'জওয়ান' ছবির লুক হওয়া তো দূরের কথা। গোটাটাই এডিট করা বলে দাবি তাদের। 


উল্লেখ্য়, 'জওয়ান' ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন দক্ষিণের তারকা অভিনেত্রী নয়নতারা। শোনা যাচ্ছে ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। এছাড়া 'জওয়ান' ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্র। এছাড়াও সূত্রের খবর অনুযায়ী, দীপিকা পাড়ুকোনকে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে। সূত্রের খবর অনুযায়ী, ছবিতে শাহরুখ খানের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি এবং সম্প্রতি তাঁকে চেন্নাইয়ে শ্যুটিং সারতেও দেখা যায় বলে খবর। 


প্রসঙ্গত,  ২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে 'জওয়ান' ছবির টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান (Shah Rukh Khan) । 'জওয়ান' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায় - হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। প্রসঙ্গত, 'পাঠান' ও 'জওয়ান' ছাড়াও এই বছরেই মুক্তি পাবে শাহরুখের (Shah Rukh Khan) তৃতীয় ছবি, রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত 'ডাঙ্কি'। এই ছবিতে শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পন্নুর (Tapsee Pannu) সঙ্গে কাজ করবেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial