কলকাতা: ভেজা চুলে আলগোছে জড়ানো একটা ভিজে গামছা। হালকা রঙের শাড়িতে যেন চুঁইয়ে পড়ছে সৌন্দর্য্য। নতুন ছবি 'পুতুল নাচের ইতিকথা'-তে জয়া আহসানের (Jaya Ahsan) লুকে বিভোর নেটদুনিয়া। 


মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসকে নিয়ে নতুন ছবি তৈরি করছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। ছবিতে কুসুমের চরিত্রে দেখা যাবে জয়াকে। এই প্রথমবার পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত জনপ্রিয় উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’। ছবিতে কুসুমের লুকের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন বঙ্গসুন্দরী জয়া। ‘পুতুলনাচের ইতিকথা’-এ প্রধান চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, জয়া আহসান ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।


আরও পড়ুন: Kili Paul: কিলি পলকে বিশেষ সম্মান তানজানিয়ার ভারতীয় হাইকমিশনের


‘পুতুলনাচের ইতিকথা’ ছবিতে তিনের দশকের শেষ দিক থেকে চারের দশকের শুরু, এই সময়কালকে ফ্রেমবন্দি করবেন পরিচালক। মূলত, স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন সুমন। ছবির আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।


অন্যদিকে, ২০২১ সালের শেষের দিকে রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি)বিভিন্ন কাজে শুভেচ্ছা দূত হয়েছেন জয়া। এমনিতেই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে তাঁর অংশগ্রহণ চোখে পড়ে। সেই কারণে বাংলাতেও জয়া আহসানের গুণমুগ্ধের সংখ্যা বাড়ছে।  UNDP-র শুভেচ্ছা দূত হিসেবে তিনি মূলত, 'এসডিজি' অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।


শুভেচ্ছা দূতের দায়িত্ব পেয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জয়া বলেছেন "আমি ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত,  আরেক দিকে ইউএনডিপির সাথে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি। আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার জন্য যেই লক্ষ্যমাত্রা যা এসডিজি নামে পরিচিত, তা নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আর আমি আমার কাজের মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করব। যেন আমরা সবাই মিলে বাংলাদেশ-সহ বিশ্বকে আরও সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।" 



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">