নয়াদিল্লি: ভিনসেন্ট ভ্যানগগ (Vincent van Gogh)। নামটা সকলের কাছেই মোটামুটি চেনা। তাঁর পেইন্টিংয়ে কে না মজেছে! তাঁর চরিত্র, জীবন নিয়ে চর্চা বা উৎসাহও সাধারণ মানুষের নেহাত কম নয়। তবে সবকিছুকে ছাপিয়ে তাঁর শিল্পীসত্ত্বাই সাধারণ মানুষের কাছে অগ্রাধিকার পেয়েছে। আমার-আপনার মতো ভ্যানগগে মজেছেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসানও (Jaya Ahsan)।


আপাতত লন্ডনে রয়েছেন জয়া। সেখানেই ভ্যানগগের সৃষ্টি, আলো-আঁধারিতে ভাসলেন তিনি। সেখানেই ভ্যানগগ মিউজিয়ামের ভিতর থেকে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন একাধিক ছবি ও ভিডিও। পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'লন্ডনে দিনটা কেমন ভ্যানগগে মুড়ে রইল। আলোর বিচ্ছুরণে চারপাশে ফুটে উঠল তার জীবন, তার শিল্প, তার ব্যথার গল্প, তার তীব্র আবেগমাখা রঙ। বিষণ্ণ আলোয় মনটা ভরে গেল।' (অপরিবর্তিত)।


 






সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় তিনি। সম্প্রতি সেজেগুজে মাটির ভাঁড়ে চা খাওয়ার ছবিও পোস্ট করেন অভিনেত্রী।


 






ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে একাধিক সমাজমূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত থাকতে দেখা যায়।