কলকাতা: এই প্রথম নয়। বারে বারেই বিতর্কে জড়িয়েছেন তিনি। আর এবার, অক্ষয় কুমারের (Akshay Kumar)-এর সিনেমা নিয়ে বিতর্কে জড়ালেন অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। এই প্রথম নয়, এর আগেও অক্ষয় কুমার একাধিক এমন ছবিতে অভিনয় করেছেন, যে ছবিগুলি শুধুমাত্র বিনোদনের জন্য নয়। প্রত্যেকটি ছবিতেই সমাজের জন্য কিছু না কিছু বার্তা রয়েছে। আর সেই ছবিগুলির মধ্যেই উল্লেখযোগ্য হল 'প্যাডম্যান' বা 'টয়লেট-এক প্রেম কথা'-র মতো ছবি। আর এই ছবির নাম নিয়েই এবার আপত্তি তুললেন জয়া বচ্চন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, 'কেবল ছবির নাম হিসেবেই দেখা যাক। এটা কোন ছবির নাম নাকি.. 'টয়লেট-এক প্রেম কথা'! এই নামের ছবি তো আমি কোনোদিন নিজে গিয়ে দেখব ও না। দর্শক কি আদৌ এই ধরনের নামের কোনও ছবি দেখতে চাইবেন? অনেকজন মানুষের মধ্যে হয়তো জনাচারেক লোক এই ছবিটা গিয়ে দেখতে চাইবেন। ছবিটি তো একেবারে ফ্লপ!' অথচ বক্সঅফিসে এই ছবিটি যখন মুক্তি পেয়েছিল, তখন বেশ ভালই ব্যবসা করেছিল। জয়া বচ্চনের এই কথার কোনও উত্তর দেওয়া হয়নি অক্ষয়ের টিমের তরফ থেকে। অভিনেতা নিজেও এই বিষয়টি নিয়ে কিছু বলেননি। তবে নেটিজেনদের একাংশের মোটেই মনে ধরেনি জয়া বচ্চনের এই মতামত।
এই ছবি খুব একটা অপরিচিত নয়। ক্যামেরা দেখলেই হামেশাই বিরূপ মন্তব্য করেন তিনি। কখনও চিৎকারের বিরুদ্ধে পাল্টা চিৎকার, কখনও আবার ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে আপত্তি.. সব মিলিয়ে বারে বারেই প্রমাণিত হয়ে যায় তিনি পাপারাৎজিদের মোটেই পছন্দ করেন না। কিন্তু কেন? পাপারাৎজিদের সঙ্গে কেন এমন ব্যবহার করেন জয়া বচ্চন?
তবে কেন এমনটা করেন তিনি? সেলিব্রিটি ছবিশিকারি মানব মঙ্গলানি জানিয়েছেন, জয়া বচ্চন নাকি খুবই মুষ্ঠিমেয় কিছু ছবিশিকারীদের সঙ্গেই স্বচ্ছন্দ। তাঁদের সঙ্গে হামেশাই বিভিন্ন মজা করেন জয়া। এমনকি ছবি নেওয়া তো দূরের কথা, তিনি নাকি বলে দেন ছবির অ্যাঙ্গেলও। তবে সেই সমস্ত নাকি কখনোই খবরের শিরোনামে আসে না। খবরের শিরোনামে আসে কেবলমাত্র জয়া বচ্চনের বিভিন্ন মেজাজ হারানোর ভিডিওই। তবে সদ্য, অম্বানিদের পরিবারের বিয়েতে বেশ ভাল মেজাজেই দেখা গিয়েছিল জয়াকে। সেখানে পাপারাৎজিদের জন্য পোজও দিয়েছিলেন তিনি।
শেষবার জয়া বচ্চনকে দেখা গিয়েছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) ছবিতে। কর্ণ জোহরের এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল জয়াকে। তবে সেই ছবির প্রিমিয়ারেও মেজাজ হারাতে দেখা গিয়েছিল জয়া বচ্চনকে। জয়া বচ্চনকে সবাই বার বার ডাকতে তিনি ইশারা করেছিলেন, তিনি কানে শুনতে পান না এমনটা নয়। তিনি কানে শুনতে পান, ফলে এত চিৎকারের কোনও প্রয়োজন নেই। তবে কিছু কিছু ছবিশিকারী হামেশাই জানান, তাঁদের সঙ্গে নাকি খুব ভাল ব্যবহার করেন জয়া। সম্প্রতি নাতনি নব্যা নাভেলির একটি শো-তে এসে জয়া বলেছিলেন, তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। সেখানে কোনও বাইরের মানুষকে তিনি চান না।