কলকাতা: এ যেন বাংলার বুকে নেমে এসেছে এক টুকরো মন্নত-এর ছবি। শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর জন্মদিনে মন্নতের সামনে অনুরাগীদের ঢলের ছবি তো সবারই চেনা। আর সেই চেনা ছবিই যেন নেমে এল বাংলার বুকে। উপলক্ষ্য, জিৎ-এর জন্মদিন। ৩০ নভেম্বর জন্মদিন জিৎ-এর। আর সেই উপলক্ষ্যেই সকাল থেকে জিৎ-এর বাড়ির সামনে অনুরাগীদের ঢল। নিরাশ করলেন না জিৎ-ও। ব্যালকনিতে বেরিয়ে তিনি দেখা করলেন অনুরাগীদের সঙ্গে। তাঁর ছবির সেরা সংলাপগুলিও বলে শোনালেন মাইকে। 


সোশ্যাল মিডিয়ায় সমস্ত অনুরাগীদের ধন্যবাদ দিয়ে জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার করে নিয়েছেন জিৎ। সেখানেই দেখা গেল, বিশাল বড় প্ল্যাকার্ডে জিৎ-এর ছবি নিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হয়েছিলেন হাজার হাজার অনুরাগী। জিৎ-এর জন্য আনা হয়েছিল অগণিত কেক। প্রত্যেকটাই তাঁর ফ্যানক্লাবের তরফ থেকে। প্রত্যেকটা কেকই অনুরাগীদের সঙ্গে নিয়ে কাটেন জিৎ। কখনও আবার কেক কাটেন পুত্র রোনভকে কোলে নিয়ে। সঙ্গে ছিলেন জিৎ-কন্যা ও স্ত্রী মোহনাও। জিৎ বরাবরই পরিবারে কেন্দ্রিক মানুষ। জন্মদিনে তাঁর পাশে যেমন রইলেন অনুরাগীরা, তেমনই রইল পরিবারও। সোশ্যাল মিডিয়াতেই মিলল জিৎ-এর জন্মদিনের ঝলক। 


শোনা যাচ্ছে আগামীতে বাংলাদেশে কাজ করতে দেখা যাবে জিৎ-কে। 'লায়ন' নামের একটি ছবি করার কথা তাঁর। এদিন তাঁর জন্য বাংলাদেশ থেকে কেকও এসেছিল উপহারে। সেই কেকও কাটেন জিৎ। তাঁর জন্মদিনে ফুল দিয়ে সাজিয়ে লেখা হয়েছিল 'বস'। ফুলে, বেলুনে সাজিয়ে তোলা হয়েছিল তাঁর বাড়ির সামনে থেকে শুরু করে গোটা রাস্তায়। এই ছবি যেন মনে করিয়ে দেয় মন্নত-এর বাইরের ভিড়কে। শাহরুখ খানের জন্য যে ভিড় হয়, সেই ছবিই যেন ফের একবার দেখল টলিউড। টলিউডেরই এক নায়কের জন্য। তিনি জিৎ। সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভিডিও শেয়ার করে নিয়ে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন জিৎ। 


 






আরও পড়ুন: Allu Arjun: মুক্তির আগেই একাধিক হিট সিনেমাকে টপকে নতুন রেকর্ড গড়ল 'পুষ্পা ২'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।