কলকাতা: হিন্দুদের কাছে ত্রাসের দেশ বাংলাদেশ। বাংলাদেশে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার যুবক। ঢাকায় কেনাকাটা করতে বেরিয়ে আক্রান্ত সায়ন ঘোষ। ভারতীয় ও হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা, ছোড়া হয় ইট-পাথর।
অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন প্রাণ হাতে করে। চোখের ওপর দেখেছেন পড়শি দেশে কীভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। নিজেও ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন বেলঘরিয়ার সায়ন ঘোষ। ২৩ নভেম্বর ব্যক্তিগত কাজে ঢাকা যান সায়ন। ২৬ তারিখ ফেরার কথা ছিল। সায়ন জানিয়েছেন, ২৫ তারিখ বন্ধুর সঙ্গে কেনাকাটা করতে বেরিয়ে শুধুমাত্র ভারতীয় এবং হিন্দু পরিচয় পেয়ে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। কেড়ে নেওয়া মোবাইল ফোন, মানিব্যাগ। ছুরি নিয়ে হামলা চালানোর পাশাপাশি ইট, পাথরও ছোড়া হয়।
সহযোগিতা তো করেইনি, উল্টে অভিযোগ জানাতে গেলে হেনস্থা করেছে বাংলাদেশ পুলিশ। গতকাল দর্শনা হয়ে গেদে সীমান্ত দিয়ে কোনওমতে দেশে ফিরেছেন বেলঘরিয়ার যুবক। এখনও তাঁর চোখেমুখে আতঙ্ক। গেদে সীমান্ত দিয়ে কোনওমতে দেশে ফিরেছেন বেলঘরিয়ার সায়ন ঘোষ।
অন্যদিকে, বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের আগুন, হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ। চট্টগ্রামের পাথরঘাটায় মন্দিরে ভাঙচুর, আগুন, লুঠপাট। চট্টগ্রামের পাথরঘাটায় শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরে ভাঙচুর। মন্দির লাগোয়া বাড়ি, দোকানেও ভাঙচুর। বাংলাদেশে ইসকনের ওপর অব্যাহত হামলা। কিশোরগঞ্জে ইসকন পরিচালিত হরেকৃষ্ণ নামহট্ট সঙ্ঘে তাণ্ডব। বাংলাদেশের ছনহরায় ইসকন মন্দিরেও ভাঙচুর।
এদিকে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বাসে হামলা হয়েছে বলে খবর। ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে হামলা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কলকাতামুখী বাসকে ধাক্কা পণ্যবাহী ট্রাকের। বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি বাংলাদেশিদের। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি ও ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে সরব ত্রিপুরার পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।
বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে সব শাখায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করেছে ইসকন। রবিবার বিশ্বজুড়ে সব শাখায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করল ইসকন। বিশ্বের ১৫০টি দেশে এই প্রার্থনায় অংশ নেবেন ইসকনের ভক্তরা। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছে শনিবার আয়োজন করা হয় সারা বাংলার স্কুল-কলেজের প্রাক্তনীদের আহ্বানে ধিক্কার সভার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে