কলকাতা: কালীপুজোর প্রাক্কালে মুক্তি পেল 'এসভিএফ ডিভোশনাল'-এর নতুন গান 'তারা তুই'। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন গান। কালীপুজোর আগে প্রযোজনা সংস্থা এসভিএফ ডিভোশনালের হয়ে এই প্রথম গান রেকর্ড করলেন জিৎ গঙ্গোপাধ্যায়।
প্রধানত কালীপুজোর মাহাত্ম্যের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়ের ভক্তিগীতি 'তারা তুই'। গানের ভিডিওয় দেখা যাবে স্বয়ং সঙ্গীতশিল্পীকেই। গানটি লিখেছেন চন্দ্রানী গঙ্গোপাধ্যায়।
জিৎ গঙ্গোপাধ্যায় বাংলা সঙ্গীত জগতের সুর নির্মাতা এবং অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিসাবে পরিচিত। জনপ্রিয় নাচের গান থেকে প্রাণবন্ত রোম্যান্টিক ট্র্যাক, জিৎ গঙ্গোপাধ্যায় সবই করেছেন। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে তিনি। কারণ কালীপুজোর জন্য এই প্রথমবার মতো একটি ভক্তিমূলক গান রচনা করলেন তিনি।
গানটি শ্যুটের সময় বিশেষ নজর দেওয়া হয়েছিল সেট তৈরিতেও। আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা হয়। তারই মাঝে মা কালীর উদ্দেশে নিজের গান নিবেদন করেন জিৎ। প্রযোজনা সংস্থার দাবি, অন্যান্য ভক্তিগীতির থেকে বেশ আলাদা এই গান, এবং শ্রোতারাও বেশ পছন্দ করবেন বলেই আশা তাঁদের।
উচ্ছ্বসিত জিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, 'আমি সবসময়েই দর্শকদের শ্যামা সঙ্গীত উপহার দিতে চেয়েছি আর এই কালীপুজোর আগে এমন গান মুক্তির সেরা সময় বলে মনে করি। এমনিতেই বহু শ্যামা সঙ্গীত ইতিমধ্যেই তৈরি হয়েছে তাই আমি সম্পূর্ণ ভিন্ন একটি গান তৈরির চেষ্টা করেছি যা নিজস্বতা বজায় রাখতে পারবে। আমি এসভিএফ এবং কলকাতার সমস্ত সঙ্গীতশিল্পীর কাছে কৃতজ্ঞ যাঁরা আমার 'তারা তুই'-এর সফরে সঙ্গ দিয়েছেন। আমার উত্তেজনা চরমে কারণ এই প্রথম আমি কোনও ভক্তিগীতি আমারা শ্রোতাদের জন্য নিয়ে আসছি।'
আজই এই গানটি মুক্তি পেয়েছে এসভিএফ ডিভোশনালের ইউটিউব চ্যানেলে। ভিউ ছাড়িয়েছে ২ হাজার।