Bengali Television Serial: কিছুদিন আগে থেকেই সমাজমাধ্যমে তুমুল বিতর্ক অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতু কমলের। ব্যক্তিগত স্তরে হোক বা পেশাগত স্তরে, কোনওভাবেই বিতর্কে জড়াতে চান না জীতু, কিন্তু তারপরেও দীর্ঘ বিরতির পরে ধারাবাহিকে ফিরেই বিতর্কের শিকার। সংবাদের শিরোনামে উঠে এসেছেন জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়। সমাজমাধ্যমে না করেই জীতু কমলের (Jeetu-Ditipriya Controversy) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন দিতিপ্রিয়া রায় আর তা ঘিরেই বিতর্ক দানা বাঁধে। এই পরিসরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিতর্কের জেরে জীতু (Jeetu Kamal) হয়ত টেলিভিশন ধারাবাহিক থেকে অব্যাহতি নেবেন, কিন্তু এই গুঞ্জন যে সম্পূর্ণ মিথ্যে তা প্রমাণ করে আজ শুক্রবার সকালেই নিজের ফেসবুক হ্যান্ডলে একটি পোস্ট করেন জীতু কমল, স্পষ্ট জানান যে, ‘আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি।তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেবো সেই রকম মানুষ আমি নই।’
আজ নিজের ফেসবুক পোস্টে জীতু কমল স্পষ্টই লেখেন, 'ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়।আমি পালানোর মানুষ নই। প্রোডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেবো সেই রকম মানুষ আমি নই। প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি। আর্টিস্টের প্রজেক্ট ছাড়ার একমাত্র কারণ কন্ট্রাক্ট ব্রিচ, সেটাও তো এখনও হয়নি।'
দিতিপ্রিয়া সমাজমাধ্যমে জীতুর বিরুদ্ধে অভিযোগ করে লিখেছিলেন যে হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন অনেক কথা জীতু তাঁকে বলেছিলেন যাতে তিনি অস্বস্তিতে পড়েছেন। এআই দিয়ে তৈরি করা চুম্বনের ছবিও পাঠিয়েছেন জীতু, এই অভিযোগও উঠেছে। আর এই অভিযোগের পালটা জবাব হিসেবে নিজের ও দিতিপ্রিয়ার হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাট প্রকাশ্যে তুলে ধরেন তিনি। সেই পোস্টে জীতু লিখেছিলেন যে তিনিনিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কখনই সমাজমাধ্যমে কোনও মতামত দেন না। তবু ‘নিছক ব্যক্তিগত’ নয় এমন ঘটনায় সকলের অবগতির জন্য সমস্ত চ্যাট তিনি তুলে ধরেছেন সমাজমাধ্যমে।
তবে আজকের পোস্টে জীতু আবারও সমস্ত অনুরাগী দর্শকদের জানান যে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের পাশে থাকার জন্য, প্রতিদিন সন্ধ্যায় জি বাংলায় এই ধারাবাহিক দেখার জন্য অনুরোধ করেন তিনি। কারণ তাঁর মতে তিনি প্রোডিউসার ও পরিচালক এবং দর্শকের প্রতি দায়বদ্ধ।