কলকাতা: বিতর্ক থেকে শুরু করে কাজ.. সব কিছুর থেকেই কি ছুটি নিলেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)? সোশ্যাল মিডিয়ায় (social media) বেশ কয়েকটা ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা। সেখানে কখনও দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা, কখনও আবার বসে রয়েছেন তাঁবুতে। তিনি কোথায় গিয়েছেন, সেই হদিশ দেননি ক্যাপশানে। 


সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে জিতু লিখেছেন, 'মিষ্টি পাতা পান'। সোশ্যাল মিডিয়ায় সবাই জিতুর এই লুকের প্রশংসা করেছেন। একটি বাদামি পোশাক পরেছেন জিতু, চোখে সানগ্লাস। জিতু একের পর এক ছবির কাজ করে চলেছেন। এই ছবিগুলিও বিদেশেই তোলা। তবে আপাতত কিছু কাজে বাইরে রয়েছেন জিতু, খুব তাড়াতাড়িই ফিরবেন তিনি।


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি মনখারাপের পোস্ট শেয়ার করে নিয়েছিলেন জিতু। ব্যক্তিগত জীবনে ঝড় চলছে অভিনেতার। স্ত্রী নবনীতার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে চূড়ান্ত জল্পনা হয়েছিল। এখনও তাঁরা দুজনেই আলাদা থাকছেন, আইনি শংসাপত্র এখনও আসা বাকি। এরমধ্যেই জিতুকে ছেড়ে গেল আরও এক প্রিয়! নাহ.. সেটি কোনও মানুষ নয়, সেটি জিতুর প্রিয় লাল গাড়ি। ২০১৭ সালে এই গাড়িটি কিনেছিলেন জিতু।


সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি গাড়ির ছবি শেয়ার করে জিতু লিখেছিলেন, 'আমার আরও এক প্রিয়-র ছুটি হল। অনেক ওঠাপড়ার সাক্ষী ছিল এই লাল ষাঁড়। বহু রাতের আশ্রয়ও ছিল আমার ৭২৭২। আজ, মিলিয়ে যাওয়ার সময় সত্যিই চোখটা চিক-চিক করে উঠেছিল। কেন! তা, লিখে বা বলে বোঝাতে অক্ষম বন্ধু। ছোট্ট ছিল, কিন্তু বড্ড আপন ছিল।' এর থেকে বেশি আর কিছু লেখেননি জিতু। তবে পুরনো গাড়ির সঙ্গে যে জড়িয়ে ছিল অনেক স্মৃতি, তা ছোট্ট লেখার মধ্যেই বুঝিয়ে দিয়েছেন জিতু। তবে গাড়িটি তিনি বিক্রি করে দিয়েছেন কি না, সেটা খোলসা করে লেখেননি তিনি।


 






আরও পড়ুন: Rocky Aur Rani Ki Prem Kahani: টুইঙ্কল আর অক্ষয়ের বন্ধুত্ব অজান্তেই গড়ে তুলেছিল রকি আর রানিকে: কর্ণ জোহর