কলকাতা: সিনেমার শ্যুটিং করতে গিয়ে অসুস্থ অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। আপাতত জি বাংলার ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি, একটি নতুন সিনেমারও শ্যুটিং শুরু করেছেন অভিনেতা। সেই সিনেমার শ্যুটিংয়ে, আউটডোরে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই শ্যুটিং করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা, তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হাসপাতালে। বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা।

Continues below advertisement

জানা যাচ্ছে, এদিন ধান্যকুড়িয়ায় শ্যুটিং হচ্ছিল 'এরাও মানুষ' ছবিটির। শ্যুটিং করতে গিয়ে হঠাৎ বুকে চাপ অনুভব করেন অভিনেতা। কাঁপুনি দিয়ে জ্বর আসে তাঁর। আউটডোর শ্যুটিং করতে করতেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন জিতু, সঙ্গে ছিল বুকে ব্যথা। সঙ্গে সঙ্গে জিতুকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কেন অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা, সেই বিষয়টা এখনও স্পষ্ট নয়। বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জিতুকে। আপাতত অবজারভেশনে রাখা হয়েছে অভিনেতাকে।

জিতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়েছেন অনুরাগীরা। অনেকে মনে করছেন, তাঁর কী হৃদরোগ সংক্রান্ত কোনও সমস্যা হয়েছে? অনেকে আবার মনে করছেন, অজানা কারণে তার বুকে ব্যথা হয়েছে। অনেক রকম সমস্যা থেকেই এই ধরণের বুকে ব্যথা বা জ্বর হতে পারে। তাই অভিনেতার ঠিক কী হয়েছে, তা যতক্ষণ না নির্ণয় করা হচ্ছে, তা নিয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীরা।

Continues below advertisement

জিতু কমল যে সিনেমার শ্যুটিং করছিলেন, সেই ছবির পরিচালকদ্বয়ের নাম, সাই প্রকাশ লাহিড়ী ও অমিত তালুকদার। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। বিশেষ সহযোগীতায় সৌরভ মালাকার ও সপ্তর্ষি ঘটক। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন, বালা সাই লাহিড়ী। এর আগেও, 'বাবুসোনা' সিনেমায় একসঙ্গে জুটি হিসেবে কাজ করেছিলেন জিতু ও শ্রাবন্তী। এর আগে, 'গৃহপ্রবেশ' সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি, তবে সেই প্রথম নয়। নিজের প্রথম সিনেমা থেকেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। 'অপরাজিত' সিনেমায় অভিনয় করেই নিজেই জাত চিনিয়ে দিয়েছিলেন অভিনেতা। এরপরে 'গৃহপ্রবেশ' সিনেমায় আলাদা করে প্রশংসা পেয়েছিলেন তিনি। এবার নতুন চমক নিয়ে আসতে চলেছেন জিতু। কিন্তু তার মধ্যেই এই বিপত্তি। অনুরাগীরা এখন প্রার্থনা করছেন যাতে জিতু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে কাজে যোগ দিতে পারেন। 

সিনেমার পাশাপাশি, ধারাবাহিকের শ্যুটিং ও করতে হচ্ছে জিতুকে। জোড়া শ্যুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা।