কলকাতা: বিতর্ক যেন থামছেই না। ধারাবাহিকের এই নায়ক নায়িকার জুটি ইতিমধ্যেই দর্শকদের ভীষণ জনপ্রিয়। তবে এই জুটির ব্যক্তিগত জীবনের সমীকরণ কার্যত ধারাবাহিককেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কথা হচ্ছে অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) আর অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) -কে নিয়ে। ধারাবাহিক ' চিরদিনই তুমি যে আমার'-এর সৌজন্যে দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরেছেন জীতু আর দিতিপ্রিয়া। জুটি হিসেবে। অনস্ক্রিন জনপ্রিয় এই জুটির অফস্ক্রিন কেমিস্ট্রি একেবারে যে তলানিতে, সেই কথা জানতে কার্যত আর কারও বাকি নেই। 

বেশ কিছুদিন ধরেই তরজা চলছিল যে, ফ্লোরে নাকি দিতিপ্রিয়া আর জীতু কথা বলেন না। নিজেদের মতোই থাকেন ২ জনে। তাঁদের ২ জনের ব্যক্তিগত সম্পর্ক নাকি ভাল নয়। তবে প্রথমে এই দাবি নস্যাৎ করে ও দিতিপ্রিয়ার প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন জীতু। পরে চ্যানেলের তরফ থেকে একটি ফেসবুক লাইভে জীতু ও দিতিপ্রিয়া পাশাপাশি বসে বার্তা দেন, তাঁদের মধ্যে সব স্বাভাবিক রয়েছে। গোটাটাই গুঞ্জন। তবে গতকাল, রবিবার সন্ধে থেকেই বদলে যায় গোটা বিষয়টা। প্রথমে শোনা গিয়েছিল, জীতুর পোস্ট করা একটি ছবি নিয়ে আপত্তি জানান দিতিপ্রিয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়েও নেন জীতু। তবে গতকাল দিতিপ্রিয়ার লম্বা পোস্ট পড়ে বোঝা যায়, তাঁর অভিযোগ গুরুতর। নাম না করেই তিনি জীতুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেন। দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় জানান, জীতু তাঁকে এমন অনেক বার্তা পাঠিয়েছে, যা তাঁকে অস্বস্তিতে ফেলেছে। জীতু দিতিপ্রিয়াকে লিখেছিলেন, 'তুমি কি প্রেগন্যান্ট?' এমনকি AI দিতে তৈরি করা চুম্বনের ছবিও পাঠিয়েছিলেন। গোটা বিষয়টা তাঁকে দীর্ঘদিন থেকে অস্বস্তিতে ফেলছে বলেই গতকাল ফুঁসে ওঠেন দিতিপ্রিয়া। 

গতকাল জীতু এই বিষয় নিয়ে মুখ না খুলতে চাইলেও, আজ সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করেন তিনি। সেখানে নিজের ও দিতিপ্রিয়ার হোয়াটসঅ্যাপের কথোপকথনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, দিতিপ্রিয়া যে অভিযোগগুলি করেছিলেন, সত্যিই সেগুলি জীতুর কথোপকথনে রয়েছে। তবে সেই কথার উত্তরে দিতিপ্রিয়া কী কী লিখেছেন, তার সমস্তটাই তুলে ধরেছেন জীতু। পাশাপাশি জীতু এ ও লিখেছেন, যদি জনান্তির মনে হয় তাঁর কথোপকথনের মধ্যে কোনও রকম আপত্তিকর কিছু ছিল, তাহলে তিনি নিজেকে বদলে নেবেন। পোস্টে বারে বারে দিতিপ্রিয়াকে 'নিরপরাধ' বলেই উল্লেখ করেছেন জীতু। শেষে অবশ্য তিনি লিখেছেন, '”ভিকটিম কার্ড” খেলাটা আমাদের সমাজে প্রথম নয়'। 

জীতু দিতিপ্রিয়ার দোষারোপ, পাল্টা দোষারোপে দ্বিধাবিভক্ত দর্শককূল। অনেকেই আশঙ্কা করছেন, এই সমস্যার খারাপ প্রভাব পড়তে পারে ধারাবাহিকের ওপর।