কলকাতা: প্রথম পা-টা বাড়িয়েছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। দ্বিতীয় পা-টা বাড়ালেন জীতু কমল (Jeetu Kamal)। বিস্ফোরক অভিযোগ, পাল্টা প্রমাণ দেওয়া.. সব মিলিয়ে গত মঙ্গলবার থেকে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া, অস্বস্তি কাজ করছিল ধারাবাহিকের সেটেও। নায়ক নায়িকার মধ্যের দ্বৈরথে আতান্তরে পড়েছিলেন প্রযোজক থেকে শুরু করে চ্যানেল। এত জনপ্রিয় একটি ধারাবাহিক, নায়ক নায়িকার রসায়নও খুব জনপ্রিয়.. কেবল দুজনের ব্যক্তিগত সমস্যার কারণেই কী বন্ধ হয়ে যাবে ধারাবাহিক? এই চিন্তাই করছিলেন অনুরাগীরা। অবশেষে মিটল, 'মান-অভিমান'। 

কী অভিযোগ ছিল দিতিপ্রিয়ার? নায়িকা অভিযোগ করেছিলেন, সহ অভিনেতা জীতু নাকি তাঁকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন। AI দিয়ে তৈরি চুম্বনের ছবি পাঠিয়েছেন। তিনি দীর্ঘদিন বিষয়গুলি নিয়ে চুপ করেই ছিলেন। তবে অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন তিনি। মঙ্গলবার সন্ধেয় যখন গোটা শহর মজে দেব (Dev) শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Shubhasree Ganguly) অনুষ্ঠান নিয়ে, তখন দিতিপ্রিয়ার এই পোস্টে কার্যত নড়ে বসেন সবাই। দিতিপ্রিয়ার পোস্টের ছত্রে ছত্রে ছিল বিস্ফোরক সব অভিযোগ। একবার ও জীতুর নাম নেননি দিতিপ্রিয়া, তবে তিনি জানান, জীতু তাঁর সঙ্গে মুখোমুখি কথা বলেন না। বলেন, তাঁর মা-কে ভয় পান। অথচ মেসেজে আপত্তিকর কথা বলেন।

এই ঘটনার পরের দিনই পাল্টা প্রায় ১৩টা স্ক্রিনশট পোস্ট করেন জীতু কমল। সেখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিতিপ্রিয়ার সঙ্গে জীতুর কী কথা হয়েছে তার সমস্তটা তুলে ধরেন তিনি। সেখানে জীতু এও লেখেন যে তিনি প্রথমে এই স্ক্রিনশটগুলি প্রকাশ করতে চাননি। কিন্তু নিজের এবং বাবা মায়ের সম্মান রক্ষা করার জন্য তাঁকে এই স্ক্রিনশটগুলি পোস্ট করেই হল। তবে জীতুর এই স্ক্রিনশট পোস্ট করার পরেই বদলে যায় গোটা সমীকরণটা। দ্বিধাবিভক্ত হয়ে যায় নেটদুনিয়া। কেউ কেউ দিতিপ্রিয়াকে এই ঘটনায় সমর্থন করলেও জীতুও সমর্থন কিছু কম পান না। যদিও দিতিপ্রিয়া তাঁর বক্তব্যে অনড় থাকেন।

এরপরে প্রযোজনা সংস্থা ও চ্যানেলের মধ্যে দফায় দফায় মিটিং হয়েছে গোটা বিষয়টা নিয়ে। শিল্পীরাও এর মধ্যের কোনও কোনও মিটিংয়ে উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যম থেকে দিন দুয়েক একটু দূরত্বই বজায় রাখছিলেন জীতু ও দিতিপ্রিয়া। অবশেষে, শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট পোস্ট করেন দিতিপ্রিয়া। সেখানে তিনি লিখেছেন, 'প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম'।

দিতিপ্রিয়ার এই পোস্ট জীতু শেয়ার করে লিখেছেন, 'আমার সহ অভিনেত্রী ছোট আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা। আমি সেরা.. দুঃখিত, আমরা সেরা।'