কলকাতা: শিরোপা মাথায় উঠেছিল আগেই আর এবার দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ঝিল্লি' (Jhilli)। পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghosh) পুত্র ঈশান ঘোষের নতুন ছবি 'ঝিল্লি'। এই ছবির প্রথমটা প্রযোজনা করেছিলেন গৌতম ঘোষ নিজেই। এরপরে, দর্শকদের জন্য এই ছবি নিয়ে আসছে এসভিএফ প্রযোজনা সংস্থা।                                                                                                 


শহর কলকাতার একাংশের ছবি, চলমান এক জীবনকে তুলে ধরেছে 'ঝিল্লি' ছবিটি। ছবির শ্যুটিং হয়েছে ধাপার মাঠে। এই ছবিটি লিখেছেন ও পরিচালনা, দুইই করেছেন ঈশান ঘোষ। কলকাতার বুকে কিছু পশু, কিছু মানুষ যেভাবে বসবাস করছে, যাদের জীবনে যেভাবে বদলে যাচ্ছে, সেই গল্পই তুলে ধরবে এই ছবি। ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি মনোনীত হয়েছিল। জিতে নিয়েছিল পুরস্কারও। আগামীকাল অর্থাৎ ১১ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।


এই ছবি সম্পর্কে গৌতম ঘোষ বলছেন, 'এই ছবি আমার ছেলে বানিয়েছে বলে বলছি না। কিন্তু 'ঝিল্লি' সিনেমার একটা অন্য ভাষা খুঁজতে চেষ্টা করেছে। প্রচণ্ড খেটেছে ও এই ছবিটার জন্য। ধাপার মাঠে এমন একটা ছবি বানানোর কথা এর আগে কেউ ভেবেছে বলে আমার মনে হয় না।'                                                                                                                                                                                 


আরও পড়ুন: Khela Jokhon: ৪ ডিসেম্বর টানটান অ্যাকশন থ্রিলারে ফিরছে 'গানের ওপারে'-র অর্জুন মিমির জুটি


এই ছবি সম্পর্কে ঈশান বলছেন, 'অনেক ছবিই হয়তো কার্যত রক্ত জল করে বানানো। একটা ছবির মধ্যে অনেক পরিশ্রম, অনেক চোখের জল মিশে থাকে। আমি চেষ্টা করেছি নিজে খেটে কিছু করার।  আশা করি মানুষের এটা ভাল লাগবে।'