কলকাতা: 'বিগ বস' (Big Boss)-এর সপ্তাহান্তের অনুষ্ঠান একটু বিশেষভাবেই হয়। এই অনুষ্ঠানে প্রত্যেকদিনই এক একটা চমক থাকে। সদ্যই বিশ্বকাপ জয় করেছে ভারতের মেয়েরা। আর সেই কারণে, সেই সাফল্য উদযাপন করতে, এই সপ্তাহে 'উইকেন্ড কা ভার' (Weekend Ka Vaar) -এ হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami) আর অন্জুম চোপড়া (Anjum Chopra)। সদ্য় প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে, ভারতের মেয়েদের বিশ্বকাপ জয় নিয়ে কথা বলেছেন, ঝুলন গোস্বামী আর অন্জুম চোপড়া।
সোশ্যাল মিডিয়ায় যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, সলমন বলছেন যে, 'ভারতীয় মহিলা ক্রিকেটারেরা বিশ্বকাপ জয় করেছেন'। এরপরে সলমন মঞ্চে দেখে নেন, ঝুলন গোস্বামী (Jhulan Goswami) আর অন্জুম চোপড়া (Anjum Chopra)-কে। সলমন এরপরে ঝুলন গোস্বামীকে বলেন, 'স্মৃতি আর হরমনপ্রীতেরা আপনাকে কথা দিয়েছিলেন, ওরা বিশ্বকাপ জয় করবে।' এই কথা শুনে ঝুলন বলেন, 'স্মৃতি আর হরমনপ্রীতেরা যখন বিশ্বকাপ জয় করে আমার সামনে কাপটা নিয়ে এসে দাঁড়াল, আমার মনে হল, এটা আমার কেরিয়ারের সেরা মুহূর্ত।'
সলমন অঞ্জুন চোপড়াকে প্রশ্ন করেছিলেন, 'ভারতীয় মহিলা দল যে বিশ্বকাপ জিতল, তাতে সমাজে কী বদল এল?' এতে অঞ্জুম চোপড়া বলেন, 'এতে ভারতের বাবা মায়ের মধ্যে একটা মানসিক পরিবর্তন আসবে। মেয়ের বাবা মায়েরা তাঁদের মেয়েদের বলবেন, তোমাদের ঝুলন, স্মৃতি, হরমনপ্রীতদের মতো ক্রিকেট খেলতে হবে।'
বিশ্বকাপ জয়ের পরে হরমনপ্রীত বলেছিলেন, হরমনপ্রীত আইসিসি রিভিউতে বলেছেন, 'শেষবার ২০২২ সালে যখন আমরা বিশ্বকাপ খেলে ফিরেছিলাম, তখন আমাদের মন খারাপ ছিল। আমরা জানতাম যে এটাই ছিল ঝুলন দি ও মিতালি দি-র শেষ বিশ্বকাপ। স্মৃতি ও আমি বসে আলোচনা করছিলাম যে আমরা ওঁদের জন্য বিশ্বকাপ জিততে পারলাম না শেষ পর্যন্ত।' এরপরই হরমনপ্রীত আরও বলেন, 'কিন্তু আমরা একটা বিষয়ে নিশ্চিত ছিলাম যে এরপর যখনই আমরা বিশ্বকাপ জিতব বা কিছু ট্রফি জিতব, সেই সময় তাঁরা দুজন মাঠে যেন থাকেন। আমরা এই মুহূর্তটা ওঁদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম। বিশ্বজয়ের দিন মাঠে সবাই ছিলেন। ওঁদের সঙ্গে ট্রফি জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্তটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। এই ট্রফি নিয়ে মুহূর্ত আমরা ঝুলন দি ও মিতালি দি-কে ছাড়া ভাবতেই পারি না।'