মুম্বই: গতকালই সিনেমা হলে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের বহু প্রতীক্ষিত ছবি 'ঝুন্ড' (Jhund)। মুক্তি পাওয়ার আগে থেকেই এই ছবির বক্স অফিস কালেকশন নিয়ে অনেক প্রত্যাশা ছিল। গত সপ্তাহেই মুক্তি পায় আলিয়া ভট্টের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। সিনেমা হলে কার্যত হইহই করে চলছে এই ছবি। ইতিমধ্যেই প্রায় ১০০ কোটির লক্ষে দৌড় শুরু করেছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবি। তার মাঝে কতটা ভালো ব্যবসা শুরু করল অমিতাভ বচ্চনের 'ঝুন্ড'।
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ঝুন্ড' ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। পোস্টার শেয়ার করে তিনি লেখেন, '১.৫০ কোটি টাকার প্রথমদিন। মুখে মুখে এই ছবির প্রশংসা ঘুরছে। আগামী দুদিনে এই ছবির ব্যবসা আরও ভালো হবে বলে আশা করছি।' প্রত্যাশামতো প্রথমদিনের বক্স অফিস কালেকশন হল না 'ঝুন্ড'-এর। ইতিমধ্যেই কয়েকদিন আগে হওয়া স্পেশাল স্ক্রিনিংয়ে এই ছবির প্রশংসায় পঞ্চমুখ আমির খান থেকে ধনুশ। কিন্তু বক্স অফিসে প্রথমদিন খুব একটা ভালো প্রভাব ফেলতে পারল না এই ছবি। এখন দেখার সপ্তাহের শেষ দুদিন কতটা প্রভাব ফেলতে পারে।<
>
আরও পড়ুন - Jeet: স্ত্রী মোহনার সঙ্গে রোম্যান্টিক ভিডিও পোস্ট জিতের
প্রসঙ্গত, সম্প্রতি জানা যায়, 'ঝুন্ড' ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে স্ক্রিপ্ট পড়েন আমির খান। ছবির গল্প তাঁর এতটাই মনকে ছুঁয়ে যায় যে, তিনি সঙ্গে সঙ্গে এই ছবির জন্য অমিতাভ বচ্চনের কথা বলেন। আর তিনি রাজি করান বিগ বি-কে। আমির খান মনে করেছিলেন, এই ছবির জন্য একমাত্র অমিতাভ বচ্চনই আদর্শ ব্যক্তি হতে পারেন। এই খবরের সত্যতা জানিয়ে এক সাক্ষাৎকারে বিগ বি বলেন, 'আমার মনে আছে আমি আমিরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলাম। ও আমাকে বলে এই ছবিটা অবশ্যই আমার করা উচিত। আর আপনারা তো সকলেই জানেন, আমির কোনও কিছু বললে, সে কথার গুরুত্ব কতটা থাকে।'