মুম্বই: রবিবার দুপুরে হঠাৎ ছন্দপতন! মুম্বইতে বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করলেন বলি অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। শোবার ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন।

বলিউডে একাধিক ছবিতে অভিনয় করে মন জয় করেছিলেন সুশান্ত। তাঁর স্ক্রিন প্রেজেন্স থেকে শুরু করে অভিনয়, মিষ্টি হাসি, বুদ্ধিমত্তা বার বার বিভিন্ন চরিত্রে মন জয় করেছেন সুশান্ত। বিভিন্ন ছবিতে তাঁর মন কেড়েছিল কোন কোন সংলাপ? দেখে নিন এর ঝলকে।

  • 'তুমহারে রেজাল্ট ডিসাইজ নেহি করতা হ্যায় কি তুম লুজার হো কি নেহি, তুমহারে কোসিশ ডিসাইড করতা হ্যায়।' (তোমার রেজাল্ট ঠিক করে দেয় না তুমি ব্যর্থ কী না! তোমার চেষ্টা তা ঠিক করে) -  ছিঁছোড়ে


 

  • 'সচ্চে দোস্ত ও হোতে হ্যায় যো... আচ্ছে ওয়াক্ত মে আপকি বাজাতে হ্যায়। ওউর জব মুশকিল ওয়াক্ত আতা হ্যায় তো ও ছিঁছোড়ে আপকে দরওজে পর খাঁড়ে নজর আতে হ্যায়।' (সঠিক বন্ধু তারাই হয় যারা তোমার ভালো সময়ে তোমায় নিয়ে মজা করে। কিন্তু খারাপ সময়ে তোমার দরজায় দাঁড়িয়ে থাকে) - ছিঁছোড়ে


 

  • 'জিস ম্যাহেফিল নে ঠুকরায়া হামকো, কিউ উস ম্যাহেফিল কো ইয়াদ করে? আগে লমহে বুলা রাহা হ্যায়, আও উনকে সাথ চলে' ( আমায় যে আসর আঘাত দিয়েছে, কেন সেই আসরকে মনে করব? সামনে অনেক মুহূর্ত ডাকছে, তাদের সঙ্গে যাব) - পিকে


 

  • 'সাকসেস কে বাদ কা প্ল্যান সবকে পাস হোতা হ্যায়। লেকিন আগর গলতি সে ফেল হো গ্যায়ে, তো ফেলইওর সে ক্যায়সে ডিল করতে হ্যায় ও বাত নেহি করনা চাহাতা' ( সাফল্যের পরের পরিকল্পনা আমাদের সকলের কাছে থাকে। কিন্তু যদি আমরা ব্যর্থ হই, তাহলে সেই ব্যর্থতাকে কিভাবে সামলাব সেই কথা কেউ বলতে চায় না) - ছিঁছোড়ে


 

  • আগর রোজে নেহি রাখে, তো ফির ঈদ কা কেয়া মজা? (যদি রোজাই না রাখো তাহলে ঈদের কী আনন্দ?) - রাবতা


 

  • এক বোলার উইকেট লেগা.. এক আচ্ছা ব্যাটসম্যান কিসি ম্যাচমে আপকে লিয়ে রান বানায়েগা, কিসি ম্যাচ মে নেহি বানায়গা। লেকিন এক আচ্ছা ফিল্ডার হর ম্যাচ মে আপকে লিয়ে রান বানায়েগা। ( একজন বোলার উইকেট নেবে। একজন ভালো ব্যাটসম্যান কোনও ম্যাচে আপনার জন্য রান করবে আবার কোনও ম্যাচে করবে না। কিন্তু একজন ফিল্ডার সব ম্যাচে আপনার জন্য রান করবে) - এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি


 

  • পতা নেহি কেয়া যাদু হ্যায় কলেজ লাইফ মে। যাঁহা অন্জানে মিলতে হ্যায় ওউর দোস্ত বন যাতে হ্যায় জিন্দগি ভর কে লিয়ে। ওউর অ্যায়সে ওয়্যাসে দোস্ত নেহি, কুত্তে দোস্ত( জানি না কি যাদু আছে কলেজ জীবনে। এখানে সবাই অচেনা দেখা করে আর পুরো জীবনের জন্য বন্ধু হয়ে যায়) - ছিঁছোড়ে


 

  • লডকিয়া না হিরো সে নেহি, হীরে সে পেয়ার করতি হ্যায়(মেয়েরা নায়কদের নয়, প্রেমিকদের ভালোবাসে) - রাবতা