কলকাতা: পুজোর আগেই নতুন ভূমিকায় যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। ইতিমধ্যেই অভিনয় আর প্রযোজনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর, তবে এবার তাঁকে দেখা যাবে পরিচালকের আসনে। দুর্গাপুজোর আগে তিনি নিয়ে আসছেন পুজোর নতুন গান। সদ্য অভিনেতা সৌরভ দাসের (Sourav Das) সঙ্গে হাত মিলিয়ে একটি নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন যীশু সেনগুপ্ত। আর পুজোর আগেই আসছে তাঁর পরিচালনায় নতুন মিউজিক ভিডিও। 'হোয়াই সো সিরিয়াস'-এর প্রথম প্রযোজনা। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অন্তরা মিত্রর কন্ঠে শোনা যাবে 'দুগ্গা মা এসেছে'। গানটির কথা লিখেছেন প্রসূন। এই গানে প্রধান মুখ হিসাবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বনিক (Darshana Banik)।

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মিউজিক ভিডিওর শ্যুটিং। দর্শনা বণিককে লাল শাড়িতে দেখা যাবে মিউজিক ভিডিওতে। পরিচালক যীশু সেনগুপ্ত এই কাজ সম্পর্কে বলছেন, 'পুজো আমাদের কাছে পূর্নমিলনের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে ৷ বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবকে কেন্দ্র করে। ভিডিওর মাধ্যেমে সে রকম একটা গল্প বলতে চেয়েছি'।  এই কাজটি নিয়ে সৌরভ বলছেন, 'আমাদের প্রোডাকশন হাউস থেকে ভালো সিনেমা, ভালো গান, ভালো ওয়েব সিরিজ তৈরির চেষ্টা করছি। শুধু সিনেমা নয়, বিনোদনের সমস্ত ধরনের কাজই আমরা বানাব। দর্শকদের কাছে ভাল ভাল কাজ উপহার দেব। আরও অনেক প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্যে আসবে। আশা করছি পুজোর এই গান সবার ভালো লাগবে। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির জন্য এই গানটি বানানো হয়েছে।

ক্রিকেট মাঠে একসঙ্গে খুবই ভাল সমীকরণ তাঁদের। তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। কেবল বড়পর্দার কাজ নয়, ছোটপর্দার কাজ, ওটিটি সিরিজ এমনকি মিউজিক ভিডিও ও করার পরিকল্পনা রয়েছে সৌরভ ও যীশুর। এই প্রথম বাংলার কোনও সংস্থার সঙ্গে যুক্ত হলেন মহেশ ভট্ট। প্রযোজনা সংস্থা খোলার প্রথম প্রস্তাব নাকি নিয়ে এসেছিলেন সৌরভই। প্রযোজনা সংস্থা খোলার পরেই যীশু বলেছিলেন, 'প্রথম প্রযোজনা সংস্থা খোলার ভাবনা সৌরভেরই। দুজন অভিনেতা একসঙ্গে এলে ফিকশন তৈরি হতে পারে। অবশ্য দুজন একসঙ্গে প্রযোজনা সংস্থা খুললে কোথায় কোথায় সমস্যা হতে পারে আমরা সেই বিষয়েই আলোচনা করেছি। সৌরভের জীবন নিয়ে একটা স্পষ্ট ধারণা রয়েছে। ও কি চায় সেটা ও জানে। আমাদের লক্ষ্য এক, তবে পদ্ধতি আলাদা। আমাদের প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। প্রথমে ভেবেছিলাম জোকার বা ওই রকম কিছু নাম রাখব সংস্থার। তারপরে মনে হল জোকারের প্রিয় সংলাপ "হোয়াই সো সিরিয়াস"। সেইটা মাথায় রেখেই এই সংস্থার নামকরন করা হয়।'