কলকাতা: এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা এবং উত্তেজনা দুইই রয়েছে। ছবি নিয়ে প্রত্যেকটা খবরের জন্যই কার্যত অপেক্ষা করতে থাকেন অনুরাগীরা। আর এবার, প্রকাশ্যে এল, দেব (Dev) অভিনীত 'খাদান' ছবিটি নিয়ে নতুন খবর। এই ছবিতে, দেবের সঙ্গে হাত মেলাচ্ছেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)।
সোশ্যাল মিডিয়ায় আজ দেবের নতুন ছবির একটি মোশন পোস্টার শেয়ার করা হয়েছে। সেখানে দেব নেই, রয়েছেন যীশু। এর আগে, দেবের যে মোশন পোস্টার শেয়ার করা হয়েছিল, সেখানে তাঁর হাতে ছিল কুঠার। একই ধাঁচের পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে যীশুর ক্ষেত্রেও। তবে কুঠার নয়, যীশুর হাতে রয়েছে ঢোল। লম্বা চুল, ধুতি আর ফতুয়ায় তাঁর লুক এক্কেবারে অন্যরকম।
মোশন পোস্টারে লেখা হয়েছে একটি সংলাপ। সেটি হল, 'কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি'। এর সঙ্গে লেখা হয়েছে, প্রিয় যীশু সেনগুপ্তকে আমন্ত্রণ জানাই এই ছবিতে।' স্পষ্ট.. যে এই ছবিতে দেবের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। প্রসঙ্গত, শোনা যাচ্ছে, এই ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করবেন ইধিকা পাল (Idhika Pal)। তবে এখনও তাঁর লুক প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কেও। এই ছবিতে, দেবের বিপরীতে অভিনয় করবেন বরখা বিশত (Barkha Bisht)।
সদ্যই পাণ্ডবেশ্বরে ইসিএল-এর শোনপুর বাজারি কোলিয়ারীতে রেকি করতে যান দেব। খনি এলাকায় ঘুরে ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেবের এই সফর ঘিরে কোলিয়ারীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ছিল পুলিশি প্রহরা। দুুপুর ১২টা নাগাদ শোনপুর বাজারি কোলিয়ারীতে পৌঁছন তিনি। খাদানের রেকি শেষ করে ফিরে যান দেব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খাদানের ফার্স্টলুক মোশন পোস্টার। দেবের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন ইধিকা পাল। ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় রিনো দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: Rituparna on Sreela Majumdar Death: 'শ্রীলাদি বলতেন, ঋতুপর্ণা... কখনও থেমো না'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।