কলকাতা: 'পঞ্চায়েত সিজন ৪' (Panchayat Season 4)-এর চুম্বন দৃশ্য নিয়ে চর্চা শুরু হয়েছে সানভিকা অর্থাৎ রিঙ্কি এই দৃশ্য নিয়ে কথা বলার পরেই । 'পঞ্চায়েত সিজন ৪' মুক্তি পাওয়ার পরেই মুখে মুখে রিঙ্কি-র নাম । আর এই চরিত্রে যিনি অভিনয় করছেন, তাঁর নাম সানভিকা । 'পঞ্চায়েত'-এর প্রত্যেকটা সিজনেই জনপ্রিয়তা পেয়েছেন রিঙ্কি অর্থাৎ সানভিকা । আর সদ্য মুক্তি পাওয়া সিজনের পরেই সানভিকা এই সিরিজের শ্যুটিং নিয়ে মুখ খুলেছিলেন । তিনি বলেছিলেন, প্রথমে চিত্রনাট্যে রিঙ্কি ও সচিবজী অভিষেকের একটি চুম্বনদৃশ্য ছিল । কিন্তু জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) -এর সঙ্গে চুম্বনদৃশ্যে স্বচ্ছন্দ ছিলেন না সানভিকা । এই দৃশ্যের কথা শুনে তিনি প্রথমে ভাবার জন্য কিছুটা সময় চেয়ে নেন । কিন্তু তারপরেও এই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেত চাননি সানভিকা । তাঁর অনুরোধেই বদলে ফেলা হয় চিত্রনাট্য । দৃশ্যটি অন্যভাবে শ্যুট করা হয় । আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন জিতেন্দ্র । 

জিতেন্দ্র ওরফে জিতু এই দৃশ্য নিয়ে বলেন যে, তিনি যখন এই দৃশ্যের কথা শোনেন, প্রথমেই তিনি বলেছিলেন সানভিকার সঙ্গে এই দৃশ্য নিয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা করতে । কারণ জিতু-এর আগেও চুম্বনদৃশ্যে অভিনয় করেছেন । তিনি এও জানিয়েছেন যে চুম্বনদৃশ্য নিয়ে অভিনেতা হিসেবে তাঁর কোনও ছুৎমার্গ নেই । তিনি কেবল নায়িকাদেরই হয়, 'শুভ মঙ্গলম জায়দা সাবধান' ছবিতে তিনি আয়ুষ্মান খুরানার ঠোঁটে পর্যন্ত চুমু খেয়েছিলেন । কিন্তু তিনি কখনোই চান না যে তাঁর বিপরীতে যিনি অভিনয় করছেন, তিনি চুম্বনদৃশ্যের কারণে অস্বস্তিতে পড়ুক ।

জিতু বলছেন, ''পঞ্চায়েত সিজন ৪' -এ চুম্বনদৃশ্য নিয়ে সানভিকার মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছিল । যখন আমাদের চিত্রনাট্য শোনানো হয়, তখন আমি আগেই বলেছিলাম সানভিকার সঙ্গে এই দৃশ্য নিয়ে কথা বলতে । ওর এই দৃশ্যে রাজি হওয়া জরুরি ছিল । আমরা দৃশ্যটাকে কিছুটা অস্বস্থিকর আর কিছুটা মজাদার করেই পরিকল্পনা করেছিলাম । আমরা ভেবেছিলাম যে সচিব আর রিঙ্কি চুম্বন করতে যাবে আর সেই সময়ে আলো নিভে যাবে । তবে পরে দৃশ্যটা অন্যভাবে পরিকল্পনা করা হয় ।' জিতু আরও বলেন, তিনি মনে করেন চুম্বনদৃশ্য থাক আর না থাক, গল্পটা মজাদার হওয়া জরুরি আর দর্শকদের মন ছুঁয়ে যাওয়া জরুরি ।