মুম্বই: আজ জনি লিভারের জন্মদিন ( Johnny Lever Birth Day)। ৬৬-তে পা দিলেন এই বর্ষীয়ান কমেডিয়ান। জনির ভাল নাম জন প্রকাশ রাও জানুমালা। কি চমকে গেলেন তো ? আজ্ঞে হ্যাঁ, এটাই জনি লিভারের আসল। ৮ থেকে ৮০ এর মুখে হাসি ফোটানো এই মানুষটার লিভার পদবী রাখার পিছনে একটি সুন্দর গল্প রয়েছে।


হিন্দুস্তান ইউনিলিভার থেকেই পদবি পেয়েছিলেন জনি


মূলত হিন্দুস্থান ইউনিলিভারে চাকরি করতে জনি। এদিকে পাশাপাশি নিয়মিত স্টেজ শো করতন তিনি। সকলকে আনন্দ দিতেন খুব। কোম্পানির শীর্ষ পদে থাকা ব্যক্তিরা খুবই মজা পেতেন তাঁর কমেডি দেখে। আর এর পরেই জনের নাম পাল্টে হয়ে যায় জনি।এবং হিন্দুস্থান ইউনিলিভারে পারফর্ম করতেন বলে তার সহকর্মীরাই তাঁর নতুন করে নাম রাখেন। জনি লিভার। ব্যাস, বাকিটা ইতিহাস।


১৯৮১ সালে তিনি চাকরি ছেড়ে দেন তিনি


প্রসঙ্গত, ১৯৮১ সালে তিনি চাকরি ছেড়ে দেন। ওই বছরই ভারতীয় ছবিতে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন। দেখতে দেখতে ৯ বছরের মধ্যে অর্থাৎ ৯০ সালে পা রাখার আগেই জনি লিভারের নাম ছড়িয়ে পড়ে দিকে দিকে। ৯০ সালের আগেই প্রায় ১৫ টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এবং এর মধ্যে উল্লেখযোগ্য ছবি গুলি হল, তেজাব, জাদুগর, হিরো হিরালাল। ৯০ এর দশকে দর্শকরা তাঁকে আরও অন্যভাবে পায়। তার মধ্য়ে অন্যতম 'চমৎকার' এবং 'বাজিগর।'


অবসর সময়ে ক্রসওয়ার্ড খেলতে ভালবাসেন জনি লিভার


তবে প্রত্যেক অভিনেতার জীবনেই তার পেশার বাইরেও একটা অন্য দিক রয়েছে। সেই তালিকায় বাদ নেই জনি লিভারও। বরাবরই পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসেন জনি লিভার। অবসর সময়ে ক্রসওয়ার্ড খেলতে ভালবাসেন তিনি। প্রসঙ্গত, প্রায়শই এখনও সোশ্যালে আপডেট থাকতে দেখা যায় জনি লিভারকে। পাশাপাশি তাঁর সন্তানদেরও সোশ্যাল মিডিয়ায় নানা অ্যাকটিভিটি করতে দেখা যায়।


আরও পড়ুন, সলমনকে বিয়ে ! সারলেন শুভদৃষ্টি ? সত্যি সামনে আনলেন পাক গায়ক


যুগের হাওয়া


২০০০ সালের পরেও তাঁকে একের পর এক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করতে দেখা যায়। তবে সিনেমাটিক চাহিদা বদলের সঙ্গে গঠনও বদলে যায় মেনস্ট্রিম সিনেমার। ৯০ এর দশকে যেখানে কমেডিয়ান হিসেবে সিনেমায় কাউকে বিশেষভাবে নেওয়া হত। তিনি দিতেই সিনেমাটিক রিলিফ। কিন্তু যুগের সঙ্গে সঙ্গে সেজায়গায় পড়েছে ছেদ। এখন মূল ভূমিকায় যে অভিনেতা আছেন, বা সহ অভিনেতারাই সেই দায়িত্ব অনেকটাই সামলে নেন। তবে যতই গ্রাফ বদলাক না কেন, আজও সারা দেশের হৃদয়ে বসবাস করেন জনি লিভার।