কলকাতা: দুর্ঘটনার মুখোমুখি জোজোর একমাত্র পুত্রসন্তান। কয়েক বছর আগেই এক পুত্রসন্তানকে দত্তক নেন জোজো। তার নাম রাখা হয়েছে আদিত্য জে মুখোপাধ্যায়। আর সদ্যই একটি কাণ্ড ঘটিয়েছিল এই আদি বা আদিত্য। খেলা করার সময় একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে সে। খাবার সময় সে নাকি গিলে ফেলে তারই খেলনা বন্দুকের একটি বুলেট। ভাগ্য ভাল, বিষয়টা খুব তাড়াতাড়িই বুঝতে পারেন জোজো।  সঙ্গে সঙ্গে ছোট্ট আদিত্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ওষুধ দিয়ে বুলেট বের করার চেষ্টা করেও লাভ হয়নি। শেষমেষ বমি করার পরে বেরিয়ে আসে সেই বুলেট। এরপরে জোজো ছেলের একটি ছবি দিয়ে জানিয়েছেন, ছেলে ভালই রয়েছে। বর্তমানে বিশ্রাম নিচ্ছে। প্রত্যেকেই তাঁর ছেলের সুস্থতা কামনা করেছেন।


সোশ্যাল মিডিয়ায় আজ আদিত্যর ছবি পোস্ট করে জোজো লিখেছেন, 'তিনি উঠেছেন ঘুম থেকে। এখন অনেকটা ভাল রয়েছেন। গতকাল রাতের খাবারের সঙ্গে খেলনা বন্দুকের বুলেট খেয়েছিলেন লুকিয়ে। হাসপাতালে গিয়ে, বমির সঙ্গে বের করে দিয়ে এখন একটু স্বস্তি পেয়েছেন।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট পড়ে অনেকেই শিউরে উঠেছেন। অনেকেই আবার খুদের সুস্থতা কামনা করেছেন। একজন নতুন মা আবার প্রশ্ন করেছেন, 'আপনি কীভাবে বুঝলেন ও এটা খেয়ে ফেলেছে? আমার নিজেরও সন্তান রয়েছে ছোট্ট। আমিও সবসময়ে ভয়ে থাকি ও আমার অজান্তে কিছু না মুখে দিয়ে ফেলে'? উত্তরে জোজো জানান, ছেলে বমি করবার পরেই তিনি জানতে পেরেছেন গোটা বিষয়টা। 


জোজোর এক ২৫ বছরের কন্যাসন্তান রয়েছে। কিন্তু তাঁর খুব ইচ্ছা ছিল এক সন্তানকে দত্তক দেওয়ার। বর্তমানে চিকিৎসার অগ্রগতির যুগে যে কেউ মা হতে পারে। কিন্তু জোজো চেয়েছিলেন সন্তান দত্তক নিতেই। সেই কারণেই তিনি দত্তক নেন ছোট্ট আদিকে। এর আগে একবার গায়ের রঙ নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল জোজো পুত্রকে। সেই সময়ে ঢাল হয়ে রুখে দাঁড়িয়েছিল জোজো। সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দিয়ে নেটিজেনদের তুলধোনা করেছিলেন তিনি। তবে এবার জোজোর অসুস্থ সন্তানের জন্য শুধুই এল শুভেচ্ছাবার্তা। 


আরও পড়ুন: Rupsa Chatterjee: 'সন্তান আসছে', খবর প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ রূপসাকে, কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে তুলনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।