কলকাতা: এই সিনেমার যে নতুন অধ্যায় আসবে, তার খবর ছিলই । তবে কবে এই সিনেমার নতুন গল্প আসবে, তা এতদিন জানতেন না দর্শক । তবে শুক্রবার তারই ইঙ্গিত দিলেন নির্মাতারা । মুক্তি পেল 'জলি এলএলবি ৩' (Jolly LLB 3)-এর ফার্স্ট লুক । আর সেখানে দেখা গেল অক্ষয় কুমার (Akshay Kumar) আর আর্শাদ ওয়ার্শি (Arshad Warsi)-কে । দেখা যাচ্ছে, একটা দরজা দিয়ে ঠেলে বেরনোর চেষ্টা করছেন তাঁরা । আর সেই ছবি দেখে মনে করা হচ্ছে, এবার একেবারে মুখোমুখি সংঘর্ষ অক্ষয় কুমার আর আর্শাদ ওয়ার্শিকে । আসল 'জলি'-কে, সেই নিয়েই এবার সমস্যা শুরু হবে বড়পর্দায় ।

স্টার স্টুডিওর তরফ থেকে আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে একটি পোস্টার । মোশন পোস্টারে দেখা যাচ্ছে, অক্ষয় কুমার আর আর্শাদ ওয়ার্শিকে । কেস নম্বর ১৭২২ (Case number 1722) । অ্যাডভোকেট জলি ও অ্যাডভোকেট জলি হাজির হন ।' সেই সঙ্গে জানানো হয়েছে অগাস্ট মাসের ১২ তারিখ, অর্থাৎ আগামীকাল মুক্তি পাবে টিজার । এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় দেখেই অনুরাগীরা উচ্ছ্বসিত । অনেকেই বলেছেন, তাঁরা আর ধৈর্য্য ধরতে পারছেন না । কবে এই নতুন সিনেমা আসবে, তার জন্য যেন ধৈর্য্য ধরতে পারছেন না অনেকেই । পোস্টারে চোখ রাখলেই দেখা যাচ্ছে, ২৫ সেপ্টেম্বর এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের শো-তে এসেছিলেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার । সেখানেই তাঁরা বলেন, এখন ইন্ডাস্টির অনেকেই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্টের দিকে ঝুঁকেছেন । কী এই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্ট? এই এগ্রিমেন্টে বলা হয় যদি ছবি সাফল্য পায়, লাভের মুখ দেখে তাহলে সেই লাভের থেকে এক ভাগ নেবেন অভিনেতা । তবে যদি ছবি সাফল্য়ের মুখ না দেখে তাহলে অভিনেতা কিছুই পাবেন না । এই ধরণের এগ্রিমেন্টে প্রযোজকের চিন্তা কম থাকে । আর সেই কারণেই বর্তমানে বলিউডের অনেকেই ঝুঁকছে এই এগ্রিমেন্টের দিকে ।