১৯৯৭-এর সলমন খানের ছবি জুড়ুয়া থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে জুড়ুয়া টু। ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন সলমনও। পাইরেটেড কপি দেখবেন না, জুড়ুয়া ২ মুক্তির পর ফ্যানদের অনুরোধ বরুণ ধবনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2017 01:38 PM (IST)
মুম্বই: বক্স অফিসে রমরমিয়ে চলছে জুড়ুয়া টু। ছবির নায়ক বরুণ ধবন ফ্যানদের অনুরোধ করলেন, পাইরেটেড কপি নয়, হলে গিয়েই যেন ছবিটি দেখেন তাঁরা। বরুণ লিখেছেন, যদি ছবি দেখতে আপনারা ভালবাসেন, তবে তা দেখুন স্বাভাবিক পথে। আমি চলচ্চিত্রের ভক্ত, তাই সকলকে অনুরোধ, বলুন #নোপাইরেসি। দেখুন তাঁর টুইট