মুম্বই: নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে বলিউড ছবি 'যুগ যুগ জিও'র ট্রেলার (Jug Jug Jeeyo)। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বরুণ ধবন (Varun Dhawan), কিয়ারা আডবাণী (Kiara Advani), অনিল কপূর (Anil Kapoor), নীতু কপূরকে (Neetu Kapoor)। এছাড়া এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনীশ পল, প্রযক্তা কোহলি। পরিচালক রাজ মেহতার এই ছবি মুক্তি পাবে আগামী ২৪ জুন। তার আগে আজ মুক্তি পেল ছবির ট্রেলার (Jug Jug Jeeyo Trailer)।
'যুগ যুগ জিও' ছবির ট্রেলার-
সম্পর্ক। প্রেম। ভালোবাসা। বিয়ে। বিবাহবিচ্ছেদ। 'যুগ যুগ জিও' ছবির যে ট্রেলার মুক্তি পেয়েছে তাতে সম্পর্কের নানা দিক দেখা যাচ্ছে। তবে, এই ছবিতে বিয়ের পরিবর্তে বিবাহবিচ্ছেদে জোর দেওয়া হয়েছে বেশি। গত বেশ কিছুদিন ধরেই এই ছবির কলাকুশলীরা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের নানা ছবি পোস্ট করছিলেন। আর তার সঙ্গে একটি লাইনই লিখতে দেখা যাচ্ছিল তাঁদের। 'বিয়ের পর সব বদলে যায়'। এই লাইনের উপর নির্ভর করেই এগিয়েছে 'যুগ যুগ জিও' ছবির গল্প। ট্রেলারে দেখা যাচ্ছে, বরুণ ধবন এবং কিয়ারা আডবাণী স্বামী-স্ত্রী। তাঁরা বিবাহবিচ্ছেদ চান। কিন্তু বাবা-মাকে জানাতে পারেননি। অন্যদিকে দেখা যায়, অনিল কপূর এবং নীতু কপূর স্বামী-স্ত্রী। আর স্ত্রীর কাছ থেকে বিবাহিত জীবনে মুক্তি চান তিনি। প্রেমিকার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাওয়া অনিল কপূর ছেলের কাছে সবটা জানান। কিন্তু জানেন না নীতু কপূর। এরপর কী হয়, তা জানার জন্য ছবি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: দ্বিতীয়দিন আরও বাড়ল আয়, 'ভুলভুলাইয়া টু'-এর নজরকাড়া বক্স অফিস কালেকশন
'গুড নিউজ' ছবির সাফল্যের পর প্রযোজক হিরু জোহর, কর্ণ জোহর, অপূর্ব মেহতা এবং পরিচালক রাজ মেহতা ফের একসঙ্গে হয়েছেন 'যুগ যুগ জিও' ছবির জন্য। গত বছর ডিসেম্বরে চণ্ডীগড়ে এই ছবির শ্যুটিং হয়। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ঋষি কপূরের স্ত্রী নীতু কপূর। আগামী ২৪ জুন মুক্তি পাবে এই ছবি।<
>