মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী জুহি চাওলার (Juhi Chawla) মেয়ে জাহ্নবীর)। সোমবার একুশ বছরে পা দিলেন তিনি। মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে মিষ্টি বার্তা দিয়েছেন অভিনেত্রী।


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মেয়ে জাহ্নবীর সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন জুহি চাওলা। ছবিতে মা-মেয়ে দুজনকেই একগাল হাসিতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে জুহি চাওলা লিখেছেন, 'হ্যাপি হ্যাপি বার্থ ডে জাহ্নবী। ৫০০টা গাছ আজকের তোমার এই বিশেষ দিনের জন্য। প্রার্থনা করি, ঈশ্বর তোমায় সবসময় আশীর্বাদ করুন আর তাঁর সমস্ত ভালোবাসা তোমার উপর থাকুক। আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে অনেক ভালোবাসা।' জুহি চাওলার এই পোস্টে কমেন্ট করেছেন অনেক তারকা। জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক লিখেছেন, 'শুভ জন্মদিন জাহ্নবী। অসংখ্য আনন্দ তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ হয়ে নেমে আসুক। সুস্থ থাকো। অনেক ভালোবাসা।' এভাবেই জাহ্নবী চাওলাকে ভালোবাসায় ভরালেন নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।



আরও পড়ুন - Bollywood Celebrity Updates: আরও ঘনিষ্ঠ সম্পর্ক, হৃত্বিকের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাবা আজাদ


প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া আইপিএল-এর নিলামের দিন দেখা যায় জুহি চাওলার মেয়ে জাহ্নবীকে। শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান ও সুহানা খানের সঙ্গে নিলামে অংশ নিয়েছিলেন তিনিও। কয়েকদিন আগেই জুহি চাওলা মেয়ের নানা বয়সের ছবি মিলিয়ে একটি ভিডিও তৈরি করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তার সঙ্গে লিখেছিলেন দীর্ঘ কিছু কথা। তিনি লেখেন, 'যখন ও (জাহ্নবী) খুব ছোট মেয়ে, তখন থেকেই ও শুধু আইপিএল-ই দেখে না, সমস্ত ক্রিকেটই দেখতে শুরু করে। মন দিয়ে ধারাভাষ্য শোনে। বোঝার চেষ্টা করে খেলায় কী হচ্ছে।' এমনই আরও অনেক কথা লেখেন তিনি।



জুহি চাওলাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ২০১৯ সালে 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় অনিল কপূর, রাজকুমার রাও, সোনম কপূর এবং আরও অনেক তারকাকে।