কলকাতা: আইপিএল (IPL)-এ যুগ্মভাবে একটি দলের মালিক তাঁরা.. বলিউডে তাঁদের বন্ধুত্বও বেশ চর্চিত। তবে বর্তমানে তাঁরা পাশাপাশি দর্শকাসনে বসে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর খেলা দেখছেন, এই দৃশ্য প্রায় বিরল। কথা হচ্ছে কেকেআর (KKR)-এর দুই মালিকের। শাহরুখ খান (Shah Rukh Khan) ও জুহি চাওলা (Juhi Chowla)। একসময় তাঁরা একসঙ্গে মাঠে এলেও, বর্তমানে কেন তাঁদের পাশাপাশি দেখা যায় না দর্শকাসনে? সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে, জুহি ফাঁস করলেন সেই কথাই। 


৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে মাঠে নেমে জয় ছিনিয়ে এনেছে নাইটরা। ১০৬ রানের ব্যবধানে এদিন ম্যাচ জেতে শ্রেয়স আইয়ারের টিম। বুধবার বিশাখাপত্তনমে খেলা দেখতে গিয়েছিলেন শাহরুখ খান, তবে ছিলেন না জুহি চাওলা। এখনও পর্যন্ত লিগে কেবল কেকেআর আর রাজস্থান রয়্যালসই অপরাজিত রয়েছে। দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে নাইটরা লিগ তালিকায় দুইয়ে ছিল। বিরাট ব্যবধানে জয়ের সুবাদে কেকেআরের নেট রান রেট অনেকটাই এগিয়ে গেল। জয়ের হ্যাটট্রিক আর ভাল রান রেট থাকার সুবাদের লিগ তালিকায় শীর্ষস্থান দখল করে নিল। বুধবার খেলার শেষে মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গেই কথা বলেন শাহরুখ। তবে এদিনও শাহরুখের সঙ্গে ছিলেন না জুহি। কেন? 


সদ্য দেওয়া সাক্ষাৎকারে, শাহরুখের সঙ্গে ম্যাচ দেখা নিয়ে জুহি বলেছেন, 'শাহরুখের সঙ্গে আইপিএল দেখতে মোটেই ভাল লাগে না আমার। ওটা কোনও সুখস্মৃতিই নয়। কারণ যখনই দল খারাপ খেলে, ও ওর যাবতীয় রাগ, বিরক্তি সমস্তটা আমার ওপরেই দেখায়। আমি ওকে বারে বারে বোঝাই, এটা আমায় বলে টিমকে বলা উচিত। কিন্তু সেই কথা শাহরুখ বোঝে না। আমার মনে হয়, শাহরুখ মোটেই আমার জন্য আইপিএল দেখার ভাল সঙ্গী নয়।'


তবে জুহি যে একেবারেই মাঠে আসেন না তা নয়। যে ম্যাচে শাহরুখ মাঠে গরহাজির থাকেন, সেই ম্যাচের গ্যালারিতে থাকেন জুহি। তাঁর কথায়, 'আমাদের টিম খেলছে, পারফর্ম করছে এটা দেখা সবসময় ভীষণ আনন্দের। চাপ থাকলেও খেলা দেখতে ভীষণ ভাল লাগে।'


আরও পড়ুন: Soham-Sholanki: জন্মদিনে 'সম্পর্কের নামকরণ' করলেন সোহম-শোলাঙ্কি!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।