মুম্বই: প্রচার পেতে ৫জি নিয়ে মামলা করেছেন জুহি চাওলা! আর তাই স্থগিত হয়ে গেল শুনানি! ৫জি পরিষেবার পরিবেশ ও মানুষের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব নিয়ে মামলা দায়ের করেছিলেন জুহি। কোর্টের কাছে আবেদন করেছিলেন এই পরিষেবা চালু না করার জন্য। কিন্তু আজ জুহির আর্জি খারিজ করল হাইকোর্ট। বরং প্রশ্নের মুখে পড়লেন জুহিই। অভিনেত্রীর জন্য ২০ লাখ টাকার ক্ষতিপূরণ ধার্য করেছে আদালত।


সম্প্রতি দেশে ৫জি পরিষেবা কার্যকর করা বন্ধ করার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জুহি চাওলা। তাঁর দাবি, ৫জি পরিষেবা চালু হলে তার ফলে যে রেডিওফ্রিকোয়েন্সি রেডিয়েশন (আরএফ) ছড়াবে তা ক্ষতিকারক প্রভাব ফেলবে জনজাতির উপর। প্রাক্তন অভিনেত্রীর দাবি, ৫জিতে যে রেডিয়েশন ছড়াবে তা বর্তমানে সময়ের রেডিয়েশনের থেকে ১০ থেকে ১০০ গুণ বেশি। বর্তমানে পরিবেশকর্মী হিসেবে গোটা দেশে কাজ করা জুহির আবেদনের শুনানির আর্জি গ্রহণ করেছিল দিল্লি হাইকোর্ট।



জুহি চাওলার পক্ষ থেকে তাঁর মুখপাত্র এক বিবৃতি জারি করে জানিয়েছিলেন, ৫জি টেকনোলজি চালু হলে তার থেকে যে রেডিয়েশন উৎপন্ন হবে সেটা প্রবলভাবে প্রভাব ফেলবে মানবজাতির ওপর। মানুষ থেকে পশু-পাখি সকলকেই যে বাড়তি রেডিয়েশনের ফল ভুগতে হবে। বিভিন্ন সমীক্ষায় ৫জি পরিষেবার রেডিয়েশনের যে ক্ষতিকারক দিক সামনে উঠে এসেছে বলেও দাবি করেন তিনি।



কিন্তু আজ জুহির সমস্ত আবেদনই খারিজ করা হয় আলাদতের তরফে। জানানো হয়, 'জুহির এই মামলাটিতে আইনি ধারায় বেশ কিছু গলদ রয়েছে, বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের মামলা আদালতের সময় নষ্ট করেছে। কেবলমাত্র প্রচার পাওয়ার জন্যই এই মামলা করেছিলেন জুহি। ৫জি নেটওয়ার্ককে চ্যালেঞ্জ জানানোর জন্য জুহিকে ২০ লক্ষ টাকার জরিমানা দিতে হবে। উপরন্তু, শুনানির ওয়েব লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য বিঘ্নিত হয়েছে বিচার ব্যবস্থা। সেটা নিয়েও মামলা রুজু হয়েছে।'



দু-দিন আগে মামলার শুনানি চলাকালীন বারবার জুহির এক ভক্ত  নায়িকার একাধিক ছবির হিট গান গাইতে শুরু দেন। তাঁকে বার করে দেওয়া হলেও নিত্য-নতুন আইডি থেকে ওই শুনানিতে যোগ দেন তিনি। আদালত অবমাননার জেরে ওই ব্যক্তিকে শো-কজ করেছে আদালত।