নয়াদিল্লি: বাবা হলেন আন্তর্জাতিক তারকা সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার (Justin Bieber)। হেইলি বিবারের সঙ্গে স্বাগত জানিয়েছেন পুত্র সন্তানকে। পরিবারের নিয়ম মেনে নামকরণ করেছেন খুদের, জ্যাক ব্লুজ বিবার (Jack Blues Bieber)।
জাস্টিন-হেইলির কোলে পুত্র সন্তান, নাম রাখলেন পরিবারের ঐতিহ্য বজায় রেখে
গত ২৩ অগাস্ট তারকা শিল্পী জাস্টিন বিবার ঘোষণা করেন যে পুত্র সন্তানের বাবা হয়েছেন। একটি ছবি পোস্ট করেন যেখানে খুদের পায়ের ক্লোজআপ শট ছিল। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'বাড়িতে স্বাগত জ্যাক ব্লুজ বিবার'। প্রসঙ্গত, জাস্টিনের পরিবারের নিয়ম শিশুদের নাম রাখা হয় ইংরেজি 'জে বি' (JB) আদ্যাক্ষর দিয়ে। সেই নিয়ম মাথায় রেখেই ছেলের নাম হল জ্যাক। জাস্টিনের পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন হেইলি।
প্রসঙ্গত, জাস্টিন ও হেইলির প্রেমকাহিনিও বেশ আকর্ষণীয়। বহু বছর ধরে কখনও সম্পর্ক গড়েছেন, কখনও ভেঙেছেন তাঁরা। অবশেষে গাঁটছড়া বেঁধে এখন তাঁর অভিভাবক। প্রথমে নিজেদের সম্পর্ক জনগণের নজর থেকে দূরে রাখার চেষ্টা করলেও সফল হননি তাঁরা। এরপর প্রেমে ধরে ভাঙন, এবং সবাইকে অবাক করে ফের তাঁরা এক হন। এর ঠিক ২ বছর পর বাগদান সারেন জাস্টিন ও হেইলি। ২০১৮ সালের সেপ্টেম্বরে বাগদান সেরে এক বছর পর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। এরপর চলতি বছরের মে মাসে, প্রথম সন্তানের জন্য দিন গুনছেন বলে ঘোষণা করেন তারকা দম্পতি।
আরও পড়ুন: Amy Jackson Wedding: সবসময় সঙ্গেই থাকল ছেলে, এড ওয়েস্টউইকের সঙ্গে স্বপ্নের বিয়ে অ্যামি জ্যাকসনের
প্রসঙ্গত, চলতি বছরই গাঁটছড়া বাঁধেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিয়েতে পারফর্ম করা একাধিক আন্তর্জাতিক অতিথি শিল্পীদের অন্যতম ছিলেন জাস্টিন বিবারও। শোনা যায়, আম্বানি পরিবারে অনুষ্ঠান করার জন্য তিনি মোটা পারিশ্রমিক নেন। পোর্তুগিজ পোর্টাল LeoDias-এর প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন বিবার ওই পারফর্ম্যান্সের জন্য নিয়েছেন প্রায় ১০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৮৩ কোটি টাকার সমান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।