১৬ বছর পর কামব্যাক: দেখুন- কেমন দেখতে হয়েছে 'কভি খুশি কভি গম'-এর মালবিকা রাজকে
অভিষেক সিনেমায় ‘দিদি’ কাজলের সঙ্গে ‘বোন’ মালবিকা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি- ইন্সস্টাগ্রাম
ছবি- ইন্সস্টাগ্রাম
ছবি- ইন্সস্টাগ্রাম
দেখুন মালবিকার ইন্সটাগ্রামে পোস্ট করে কয়েকটি ছবি।
কালো পোশাকে আকর্ষণীয় মালবিকা।
সময়ের সঙ্গে চেহারা বদলে গিয়েছে মালবিকার।
মালবিকা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়।
জয়দেব সিনেমায় এক নতুন অভিনেতার অভিষেক ঘটছে। তিনি অন্ধ্রপ্রদেশের এক মন্ত্রীর ছেলে।
একটি ম্যাগাজিনে ব্যাকলেস পোশাকে মালবিকা। এই প্রথমবার কোনও ম্যাগাজিনের কভার পেজে দেখা গেল তাঁকে।
আগামীকাল, ৯ জুন এই সিনেমা রিলিজ হবে। দেখুন, কতটা বদলে গিয়েছেন মালবিকা
২০০১-এ সুপারহিট সিনেমা ‘কভি খুশি কভি গম’-এ করিনা কাপূরের ছোটবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন মালবিকা রাজ। সেই মালবিকা পুরোপুরি বদলে গিয়েছেন। ১৬ বছর পর তেলগু সিনেমা ‘জয়দেব’-এ অভিনয়ের মাধ্যমে রূপোলি পর্দায় ফিরছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -