তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: গানের শুরুটাই হয়েছিল খাওয়া দাওয়া দিয়ে.. আর তারপর, গোটা কলকাতা ঘুরে বেড়ানো, এগরোলে কামড়। 'কাছের মানুষ'-এর নতুন গানে ফ্রেমবন্দি হয়েছে কলকাতার আনাচ কানাচ। তবে শ্যুটিং আর গল্প যতটা সহজ সরল, ততটাই কি সহজ ক্যামেরার সামনে থেকে শ্যুটিং করা? এবিপি লাইভকে সেই গল্পই শোনালেন ছবির দুই নায়ক নায়িকা। দেব (Dev) আর ইশা সাহা (Ishaa Saha)। 


কলকাতায় রাস্তায় হাঁটছেন দেব ইশা, ক্যামেরা চলছে। হঠাৎ পিছন থেকে চিৎকার! ইশা বলছেন, 'দেবের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। ফলে ওর সঙ্গে একটা বোঝাপড়া রয়েছে। তবে বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) (Prosenjit Chatterjee)-এর সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম, বুম্বাদা ভীষণ মাটির কাছের মানুষ। তবে হ্যাঁ, আমি বুম্বাদা আর দেবের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, ওদের গ্রহণযোগ্যতা ঠিক কতটা। কলকাতার রাস্তায় শ্যুটিং করছি। আমি আর দেব যাচ্ছি.. আর স্কুল ছুটি হয়েছে। পিছন থেকে এক বাস মেয়ে চিৎকার করে উঠল বাস থেকে.. 'দেবদা'....। রাস্তায় বারে বারে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু এই বিষয়টা বেশ উপভোগ করেছি।'


আরও পড়ুন: Koel Mallick: শ্যুটিং চলছে, হঠাৎ অন্যমনস্ক হয়ে সংলাপ ভুললেন কোয়েল, তারপর?


ভিড়ের আরও এক স্মৃতি যোগ করলেন দেব। বললেন, 'গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল ট্রেন। আমরা মাত্র ৪ ঘণ্টা সময় পেয়েছিলাম ট্রেনের সমস্ত দৃশ্য শ্যুটিং করার জন্য। একটা ট্রেন ভাড়া নেওয়া হয়েছিল। ৪ ঘণ্টার জন্য আমাদের একটা ট্র্যাক দেওয়া হয়েছিল। সময়ে শ্যুটিং শেষ করতেই হবে। সব প্রস্তুতি নিয়ে আমি আর বুম্বাদা শ্যুটিংয়ে গিয়ে পৌঁছলাম বটে, কিন্তু শ্যুটিং শুরু করা গেল না। রেললাইনে তখন প্রায় ৫০ হাজার মানুষ দাঁড়িয়ে। সবাই শ্যুটিং দেখবেন। ওই সীমিত সময়ের মধ্যে অত মানুষকে সরিয়ে শ্যুটিং করা নেহাত সহজ কাজ ছিল না। তবে বুম্বাদা প্রযোজকদের জন্য ভীষণ ভালো অভিনেতা। সিনেমার শ্যুটিং করতে সমস্যা হয়নি কখনও।'


শ্যুটিংয়ের মধ্যে নাকি ডায়েট ভুলেছিলেন দেব-ইশা! দেব বলছেন, 'উত্তর কলকাতায় শ্যুটিং, রাস্তায় যা যা খাবার পেয়েছি সব খেয়েছি। শ্যুটিংয়ে নিয়মিতভাবে ঝালমুড়ি খাওয়া হত।' ইশা যোগ করলেন, 'মনে আছে.. কলেজস্ট্রিটে আমরা ডালবড়া খেয়েছিলাম... সেই ফুটেজও রয়েছে বোধহয়...'


আরও পড়ুন: ছুটির সকালে গোলাপি পোশাকে নজরকাড়া নুসরত, প্রশংসায় কী লিখলেন শুভশ্রী?