মুম্বই: লাটাই হাতে রশ্মিকা (Rashmika Mandanna), ঘুড়ি ওড়াচ্ছেন অমিতাভ (Amitabh Bachchan)। ইনস্টায় আপকামিং ছবি গুডবাই -র পোস্টার শেয়ার করলেন বিগ বি। এই ছবিতে অভিনয় করছেন রশ্মিকা মনদানা এবং অমিতাভ বচ্চন। এই ছবির পোস্টারেই ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছে অমিতাভকে, পাশে লাটাই হাতে সুতো ছেড়ে সাহায্য করছেন রশ্মিকা। দুজনের মুখে অমিলন হাসি। ছবি পরিচালনা করেছেন, বিকাশ বহেল। আর এই গুডবাই (GoodBye) ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন রশ্মিকা।
পরিবারের সঙ্গই জীবনের সম্পদ। যখন পাশে কেউ থাকে না, তখন পরিবারের উপস্থিতিই অনুভূত হয়: অমিতাভ
গুডবাই -র পোস্টার ইনস্টাগ্রামে দিয়ে অমিতাভ লিখেছেন, পরিবারের সঙ্গই জীবনের সম্পদ। যখন পাশে কেউ থাকে না, তখন পরিবারের উপস্থিতিই অনুভূত হয়। রশ্মিকাও সেই একই পোস্টার সোশ্যালে দিয়ে বলেছেন, আমি আর আমার বাবা আপনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি, আগামী ৭ অক্টোবর। বিকাশ বহেলের এই ছবিতে অমিতাভ বচ্চন, রশ্মিকা মান্দান্না ছাড়াও রয়েছেন নীনা গুপ্তা, পাভাইল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা প্রমুখ। এই ছবির হাত ধরেই বলিউডে আনুষ্ঠানিকভাবে পা রাখছেন রশ্মিকা। তবে গুডবাই মানে বিদায়। তাই রয়েছে বিষাদের সুর। পাশাপাশি রয়েছে আবেগও। ঋষিকেশে তাঁদের এই ছবি শুটিংয়ের সময় লুক ভাইরাল হয়। সেই থেকেই ছবি মুক্তির অপেক্ষায় ভক্তরা।
আরও পড়ুন,'নাসিরুদ্দীন, শাবানা, জাভেদরা টুকরে টুকরে গ্যাং-র সদস্য', বিস্ফোরক বিজেপি মন্ত্রী
গুডবাই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন রশ্মিকা
রশ্মিকা মান্দান্না আপাতত মুম্বইয়ে সারছেন একের পর এক কাজ। সেই সঙ্গে পাইপলাইনে দু-দুটো হিন্দি ছবি। রণবীর কপূরের বিপরীতে তাঁকে দেখা যাবে 'অ্যানিম্যাল' ছবিতে। সেই সঙ্গে রয়েছে এই 'গুডবাই' । এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করবেন অভিনেত্রী। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, 'এখন প্রচণ্ড ব্যস্ত শিডিউলে চলছিলেন রশ্মিকা। আগামী ছবির শ্যুটিং নিয়ে তিনি পুরো প্যাকড। এখন তিনি গতমাসে মুম্বইয়ে থেকে 'অ্যানিম্যাল' ছবির শ্যুটিং সারছিলেন।' 'গুড বাই' ছবির ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, একটি পরিবার একইসঙ্গে বসে টিভি দেখছে। আর সেখানে অমিতাভ বচ্চন এবং রশ্মিকা সোফায় বসে আছেন। বিগ বি-র হাতে এক বাটি ভর্তি পপকর্ন। সকলের মধ্যে ভাগ করে দিচ্ছেন তিনি। লিভিং রুমে অন্যান্যরা তাঁদের চারপাশে মেঝেতে বসে টিভি দেখছেন। একজনের মুখে তেরঙ্গা দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে সকলে বসে চুটিয়ে খেলা উপভোগ করছেন।