মুম্বই: বিমান ধরতে যাওয়ার সময় তাঁকে কেমন দেখাচ্ছে তা নিয়ে কখনওই মাথা ঘামাননি তিনি।
কিন্তু তাঁর কথা আলাদা। প্রিয়ঙ্কা চোপড়া থেকে দীপিকা পাড়ুকোন এমনকী এখনও ছবি না করা জাহ্নবী কপূর বা মীরা রাজপুত- সবাই চান সফরের সময়েও নিখুঁত সুন্দরী থাকতে।
কিন্তু কাজল এতে বিরক্ত।
তাঁর মন্তব্য, এটা অদ্ভুত। লোকজনের হলটা কী। আমার নিজস্ব এলাকায় এভাবে বারবার অন্যের নাক গলানোয় আমি বিরক্ত। সবাই এখন চায়, বিমানবন্দর থেকে বার হওয়া আর ঢোকার সময় ঠিকঠাক সেজেগুজে মেকআপ করে থাকতে। আমি বুঝতে পারছি না, দিল্লি বা মুম্বই বিমানবন্দরে ২ কিলোমিটার আমাকে হাই হিল পরে হাঁটতে হবে কেন!
যেদিন তিনি এই রহস্যের সমাধান করতে পারবেন, সেদিন আর তাঁর মধ্যে কোনও কাণ্ডজ্ঞান অবশিষ্ট থাকবে না বলে কাজল মন্তব্য করেছেন।
এয়ারপোর্ট লুকস ব্যাপারটাই আজব, বললেন কাজল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Sep 2017 09:39 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -