মুম্বই: বলিউড অভিনেত্রী কাজল (Kajol) সম্প্রতি মুম্বইয়ের জুহুতে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন। অভিনেত্রীর সদ্য কেনা অ্যাপার্টমেন্ট দুটির দাম শুনে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। কাজলকে সম্প্রতি দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবি 'ত্রিভঙ্গ'তে। এছাড়াও বেশ কিছু ছবির কাজে ব্যস্ত রয়েছেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের জুহু চত্বরে নতুন দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন তিনি। বিভিন্ন সূত্রে খবর, বহুতলের দশতলায় কাজলের অ্যাপার্টমেন্ট দুটি।


কিছুদিন আগেই জানা গিয়েছিল, নিজের পুরনো বাড়িটি বিপুল দামে ভাড়া দিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। পুরনো বাড়ি ভাড়া দিয়ে স্বামী ও দুই সন্তানসহ নতুন বাড়িতে চলে গিয়েছেন। সেই বাড়ির কাছেই একটি বহুতলে এবার দুটি অ্যাপার্টমেন্ট কিনলেন তিনি। প্রপার্টি পোর্টাল সূত্রে জানা যাচ্ছে, কাজলের কেনা নতুন অ্যাপার্টমেন্ট দুটি দু হাজার স্কোয়্যার ফুটের। পাশাপাশি দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে অভিনেত্রীর খরচ পড়েছে প্রায় ১১.৯৫ কোটি টাকার মতো। জানুয়ারি মাসের শেষের দিকেই নতুন বাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেন অভিনেত্রী। বছরের শুরুর দিকেই খবর পাওয়া গিয়েছিল যে, জুহুতেই ৬০ কোটি টাকা দিয়ে বিলাসবহুল একটি ম্যানসন কিনেছেন বলিউড তারকা অজয় দেবগন। 


আরও পড়ুন - Hrithik Roshan: তাঁর ব্লাড গ্রুপ মেলে না সহজে, বিশেষ দিনে রক্তদান হৃত্বিক রোশনের


প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ছক ভাঙছেন অভিনেত্রী কাজল (Kajol)। চিরাচরিত পথ ছেড়ে বেছেছেন শক্তিশালী ও বোল্ড মহিলা চরিত্র। এমন নারী চরিত্র তিনি বেছেছেন যাঁদের সঙ্গে সাধারণ মানুষ একাত্ম অনুভব করতে পারেন। এবার তিনি হাত মেলালেন অভিবেত্রী রেবতীর (Revathy) সঙ্গে। ঘোষণা করলেন তাঁদের ছবি 'সেলাম ভেঙ্কি' (Salaam Venky)। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সূরজ সিংহ, শ্রদ্ধা আগরওয়াল, বর্ষা কুকরেজা। ছবির প্রথম দফার শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন অভিনেত্রী কাজল। মেয়ের হাসি মুখের ছবির পোস্ট করে অসুস্থতার কথা জানান তিনি। সেরে উঠে এবার কাজে যোগ দেন কাজল।