ট্রেন্ডিং





30 Years of Kajol: ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার কাজলের, পোস্টে শুভেচ্ছা জানালেন অজয় দেবগণ
Kajol: কাজল ১৯৯২ সালে 'বেখুদি' ছবির হাত ধরে কেরিয়ার শুরু করেন। ৩১ জুলাই মুক্তি পায় ছবিটি। এই ত্রিশ বছরে 'ইয়ে দিল লগি', 'দুশমন', 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া'-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন কাজল।

নয়াদিল্লি: দেখতে দেখতে তিন দশক পার (three decades)। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) ত্রিশ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী কাজল (Kajol)। আর এই বিশেষ দিনে স্ত্রীয়ের জন্য বিশেষ পোস্ট করলেন অজয় দেবগণ (Ajay Devgn)। ইনস্টাগ্রামে আবেগঘন 'সিঙ্ঘম' (Singham)।
কাজলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট অজয় দেবগণের
তাঁদের সিনেমা 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র' থেকে একটি ছবি পোস্ট করে অজয় দেবগণ লেখেন, 'সিনেমায় তিন দশক! এবং তুমি এখন জ্বলন্ত। সত্যি বলতে, তুমি সবে শুরু করেছ। আরও অনেক মাইলফলক, সিনেমা ও মুহূর্তের উদ্দেশে।'
এদিন প্রিয় অভিনেত্রীর ইন্ডাস্ট্রিতে ত্রিশ বছর পূর্তিতে তাঁকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। ইনস্টাগ্রামে এদিন নিজের একাধিক জনপ্রিয় ছবির পোস্টার দিয়ে একটি ভিডিও তৈরি করে পোস্টা করেন। সকলকে এত ভালবাসার জন্য ধন্যবাদ জানান।
কাজল ১৯৯২ সালে 'বেখুদি' ছবির হাত ধরে নিজের কেরিয়ার শুরু করেন। ৩১ জুলাই মুক্তি পায় ছবিটি। এই ত্রিশ বছরে 'ইয়ে দিল লগি', 'দুশমন', 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া', 'পেয়ার তো হোনা হি থা', 'ফনা', 'গুপ্ত'-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন কাজল।
শাহরুখ খানের সঙ্গে বড়পর্দায় জুটি বেঁধে অজস্র ছবি করেছেন তিনি। 'কভি খুশি কভি গম', 'কুছ কুছ হোতা হ্যায়', 'বাজিগর', 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র মতো ছবি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।