মুম্বই:  টিনসেল টাউন, আরব সাগরের পাড়ের এই স্বপ্ননগরীতে প্রতিদিন, প্রতিমুহূর্তে সম্পর্ক বদলায়। দীর্ঘদিন কাজ করলেও বদলে যায় সম্পর্কের সমীকরণ। কখনও অনেক সম্পর্ক হয়ে যায় জোরালো, কখনও আবার ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে টুকরো হয়ে যায়, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। প্রতিমুহূর্তের সেই অনিশ্চয়তার মাঝখানে কেমন আছে রাজ-সিমরানের সম্পর্ক।

‘বাজিগর’ দিয়ে শুরু, তারপর ‘করন অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’ এবং সাম্প্রতিক কালের ‘দিলওয়ালে’। এক সঙ্গে বক্স অফিসকে একের পর এক হিট ছবি উপহার দেওয়া এই শাহরুখ-কাজল জুটি অন-স্ক্রিনেও যেমন হিট, শোনা যায় অফ-স্ক্রিনেও তাঁদের কেমিস্ট্রি দুর্দান্ত। এত বছর বাদে রাজের সিমরানের কাছে জানতে চাওয়া হয়েছিল, এখন কেমন সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে? কোথাও কি সম্পর্কের সমীকরণ একটু হলেও পরিবর্তন হয়নি?

বলিউড ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর কাটানোর পর কাজলের কথায়, কোথাওতো সামান্য একটু পরিবর্তন এসেছে তাঁদের মধ্যে। কারণ শাহরুখ এখন তিন সন্তানের বাবা এবং তিনি দুই সন্তানের মা। এতদিনে তাঁদের দুজনেরই বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, মানুষ হিসেবে তাঁরা স্বাভাবিক ভাবেই বদলেছেন। তাঁদের আত্মবিশ্বাস বেড়েছে, এরসঙ্গে একে অপরের প্রতি নির্ভরশীলতা বেড়েছে। কাজলের কথায় শাহরুখ তাঁকে তাঁর সবচেয়ে খারাপ সময়েও দেখেছেন। সেই সময়ও তাঁরা স্বচ্ছন্দ ছিলেন। কাজেই সম্পর্কের সমীকরণ বদলালেও, বদল ভালর জন্যেই হয়েছে।

ছবিতে কাজ করার কথায়, কাজলের জবাব, যতদিন ভগবান চাইবেন ততদিন তিনি কাজ করবেন। সিনেমায় অভিনয় হোক বা অন্য কিছু, ভগবান চাইলে তিনি কাজ করতেই থাকবেন। এদিকে ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর কাটানোর পর কাজলের প্রতিক্রিয়া, এখনও অনেক কিছু শেখা বাকি রয়েছে। তাঁর মা তনুজা আরও অনেক বেশি দিন এখানে কাজ করেছেন। তিনিই তাঁর আদর্শ।