নয়াদিল্লি: ২০২৩ শুরু হয়ে গিয়েছে। আর এই নতুন বছরে ঈশ্বরের আশীর্বাদ নিতে মন্দিরে পুজো দিচ্ছেন একাধিক বলিউড তারকা (Bollywood Celebrities)। ঈশ্বরের আশীর্বাদ নিয়েই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন একাধিক তারকা। ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) পর এবার কাজল (Kajol) ও তাঁর কন্যা নায়সাকে (Nysa) দেখা গেল সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak temple)।
সিদ্ধিবিনায়ক মন্দিরে কাজল ও নায়সা
মেয়ের সঙ্গে রবিবার সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গেল বলিউড তারকা কাজলকে। মন্দিরের বাইরে পুলিশি ঘেরাটোপের মধ্যেই ক্যামেরাবন্দি হলেন তাঁরা। নায়সাকে একটা সাদা চুড়িদার পরে দেখা যায়। কাজলকে ফ্লোরাল কুর্তি আর সাদা জেগিংসে দেখা গেল। কাজলের চোখে ছিল রোদচশমা।
মা-মেয়ে জুটির ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নায়সার হাতে পুজোর সামগ্রী দেখতে পাওয়া যাচ্ছে। তাতে রয়েছে নারকেল ও ফুল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার অন্যতম কারণ নায়সার পোশাক। নেটিজেনদের একাংশের মতে নায়সাকে কখনওই শাড়ি বা সালোয়ারের মতো ট্রেডিশনাল পোশাকে দেখা যায় না। ফলে তাঁর চুড়িদার পরা ছবি দেখে ট্রোলের বন্যা। তবে অপর একাংশ অবশ্য তারকা কন্যার পাশেই দাঁড়িয়েছেন। একজন নেটিজেনের মন্তব্য, 'ট্রোল করার কী কারণ তাই বুঝছি না। পাব বা পার্টিতে তো মানুষ ওয়েস্টার্ন পোশাকই পরে। তার মানে তো এই নয় যে তারা ধার্মিক নয় বা মন্দিরে যেতে পারে না।' আবার মন্দিরে যাওয়ার জন্যও কটাক্ষের শিকার হচ্ছেন নায়সা। কারও কারও মতে তিনি তো কেবল পার্টিই করেন বন্ধুদের সঙ্গে, মন্দিরে কী করছেন! ফলে বলা চলে সোশ্যাল মিডিয়া আপাতত দুই ভাগে বিভক্ত।
সম্প্রতি বিনোদনের খবরের শিরোনামে উঠেছেন নায়সা কারণ বন্ধুদের সঙ্গে তাঁর নিয়মিত 'পার্টি'তে যাওয়া ও ওয়েস্টার্ন পোশাক পরা। নববর্ষে দুবাইয়ে অহন শেট্টি ও অন্যান্য বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে, ভাইরাল হয় সেই ছবিও।
আরও পড়ুন: Uorfi Javed: জাভেদ আখতারের সঙ্গে পোজ দিলেন উরফি, মজার ক্যাপশনে ছবি পোস্ট
প্রসঙ্গত, অভিনেত্রী কাজলকে সম্প্রতি দেখা যায় রেবতী পরিচালিত 'সেলাম ভেঙ্কি' ছবিতে। সঙ্গে অভিনয় করেন বিশাল জেঠওয়া। এরপর 'দ্য গুড ওয়াইফ' নামক ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।