কলকাতা: তিনি মাটির সুর গাইতেন, মাটির কথা বলতেন, গান বাঁধতেন মাটির সুরে.. কালীকা প্রসাদ ভট্টাচার্য্য (Kalika Proshad Bhattacharyya) । ২০১৭ সালে এক পথ দুর্ঘটনায় অকালে থেমে গিয়েছিল তাঁর সুর সফর, কিন্তু কালিকা প্রসাদ মারা যাননি । তিনি এখনও ফিরে ফিরে আসেন মাটির গানে, গ্রামবাংলার বিভিন্ন আঙ্গিকের গানে । আজ তাঁর জন্মদিন ।
'রসগোল্লা' ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) । উইন্ডোজ (Windows)-এর প্রযোজিত , পাভেলের পরিচালিত ছবি 'রসগোল্লা' ছিল উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)-র প্রথম কাজ । আর সেই ছবির সুরের দায়িত্বে ছিলেন কালিকাপ্রসাদ ।
ফিরে দেখলে কালিকা প্রসাদের সঙ্গে আলাপের শুরু থেকে শেষ আজও ঝকঝকে শিবপ্রসাদের চোখে । পরিচালক অভিনেতা বলছেন, 'কালিকাদার সঙ্গে যাদবপুরের সূত্র ধরে আমার আলাপ পরিচয় । বিশ্ববিদ্যালয়ে অনেকবার দেখা হয়েছে । পরবর্তীকালে আমি যখন সিনেমা করতে শুরু করলাম , তখন কালিকাদা ছবি দেখে ভালো লাগলে যোগাযোগ করে ভালোলাগা জানিয়েছেন । পরবর্তীকালে 'রসগোল্লা' ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ হল । ওই সিনেমাটার সঙ্গীতের দায়িত্ব কালিকাপ্রসাদ ছাড়া বোধহয় কেউ করতে পারেন না । এত আঙ্গিকের গান রয়েছে ছবিটায়... সেটা এক ছবিতে নিয়ে আসা খুব কঠিন ছিল । 'রসগোল্লা' যে সময়ের গল্প, ১৮৬০ বা তারও আগের ... সেই সময়কে গানের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য খুব কম মানুষ ছিলেন । কালিকাদা খুব ধরে ধরে গানগুলো তৈরি করতে পছন্দ করতেন । সঙ্গীতশিল্পীদের সবাইকে একসঙ্গে নিয়ে স্টুডিওতে গান রেকর্ড করতেন উনি । যান্ত্রিক কোনও শব্দ দিয়ে উনি মিউজিক রেকর্ড করতেন না । তাই 'রসগোল্লা'-র সুর এত জীবন্ত ।'
শেষে শিবপ্রসাদ বলেন , 'কিছু মানুষ চলে যাওয়ার পরে যেন মনে হয় তাঁরা বেশি করে বিরাজমান । কালিকাদাও ঠিক তেমনই । উনি মাটির গান, শিকড়ের গানকে জনপ্রিয় করেছিলেন, তুলে ধরেছিলেন সবার মধ্যে । সঙ্গীতজগত কালিকাদার এই অবদান ভুলবে না । ঠিক রসগোল্লা যেমন বাঙালির সঙ্গে থাকবে চিরকাল, তেমন থাকবেন কালিকাদাও ।'