নয়াদিল্লি: প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) এবার হাতের মুঠোয়। ওটিটিতে মুক্তি পাওয়ার জন্য তৈরি এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ২২ অগাস্ট ২০২৪। বক্স অফিসে সাফল্য লাভের পর এবার কোন অনলাইন স্ট্রিমিং অ্যাপে স্থান পাবে এই ছবি?


বক্স অফিসে সাফল্য লাভের পর ওটিটিতে 'কল্কি ২৮৯৮ এডি'


একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'কল্কি ২৮৯৮ এডি'। এবার ওটিটিতে মুক্তি পাবে এই ছবি তবে সকল ভাষায়। এই ছবি দেখতে পাওয়া যাবে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও, দুই জায়গাতেই। নেটফ্লিক্সে ২২ অগাস্ট হিন্দিতে এই ছবি মুক্তি পাবে, অন্যদিকে প্রাইম ভিডিওয় এই ছবি মুক্তি পাবে তেলুগু ভাষায়। 


ওটিটিতে মুক্তি প্রসঙ্গে পরিচালক নাগ অশ্বিন বলেন, ''কল্কি ২৮৯৮ এডি'কে নেটফ্লিক্সে নিয়ে আসার ফলে এই গল্প গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারব। এটি এমন একটি সিনেমা যা আশা, নিয়তি এবং ভাল ও মন্দের মধ্যে চিরন্তন সংগ্রামের বিষয়বস্তুকে গভীরভাবে তুলে ধরে। দর্শকদের এই মহাকাব্যিক যাত্রার অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা উত্তেজিত।'


গোটা ভারত ও আরও ২৪০ দেশের প্রাইম সদস্যরা এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার ছবি দেখতে পাবেন তেলুগু, তামিল, কন্নড়, মালয়লম ভাষায়, ইংরেজি সাবটাইটেল সমেত। হিন্দিতে এই ছবি দেখা যাবে নেটফ্লিক্সে।


আরও পড়ুন: Tanushree Dutta: 'ছোট পোশাকে বসিয়ে রাখতেন', 'কাশ্মীর ফাইলস'-পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বাঙালি নায়িকা তনুশ্রীর


কল্পবিজ্ঞান ঘরানার 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন। নেতিবাচক চরিত্রে কমল হাসানের পাশাপাশি নজর কেড়েছেন বাংলার তারকা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। বক্সঅফিসে এই ছবি বেশ ভালই ব্যবসা করেছে। তবে এর মধ্যে আইনি জটেও পড়ে এই ছবি। ধর্মীয় গ্রন্থে উল্লেখিত পংক্তির ভুল ব্যাখ্যার অভিযোগ ওঠে। আইনি জটে জড়ায় 'কল্কি ২৮৯৮ এডি'। আইনি নোটিসে লেখা হয়, 'এর সঙ্গে, আমরা এতদ্বারা আপনাকে, সম্বোধনকারীদের, আপনার 'কল্কি ২৮৯৮ এডি' শিরোনামের চলচ্চিত্রে ধর্মীয় ও পবিত্র গ্রন্থের বিকৃতি, ভুল উপস্থাপন এবং ভুলভাবে চিত্রিত করা থেকে বিরত থাকার জন্য নিম্নলিখিত আইনি নোটিসটি পরিবেশন করছি।' হিন্দু মহাকাব্যকে অসম্মানের অভিযোগ ওঠে নির্মাতাদের বিরুদ্ধে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।