কলকাতা: লকডাউনে, আতঙ্কে ঘরবন্দি মানুষ। হাসপাতালে হাসপাতালে ফুরিয়ে আসছে বেড.. অক্সিজেন। মিলছে না ভ্যাকসিন, ওষুধ। চারিদিকে কেবল হাহাকার আর ভয়। করোনা আতঙ্কে ঘরে বসে প্রত্যেক মানুষের তখন মনে হচ্ছিল.. 'ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান'। এই পরিস্থিতিতে একজন চিকিৎসককে অপহরণ করে বাড়িতে অপহরণ করে এনে রাখলে? মুক্তি পেল রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির জুটির পরিচালিক 'কালকক্ষ'-এর ট্রেলার। 


৭২ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বার্লিনালে ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে নির্বাচিত হয়েছে 'কালকক্ষ'। বাংলা ছবি হিসেবে একমাত্র এই ছবিটিই মনোনীত হয়েছে। এর আগে, ডায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য 'গোল্ডেন স্প্যারো' পুরস্কার জিতে নিয়েছিলেন 'কালকক্ষ' (হাউজ অফ টাইম) ছবির পরিচালক জুটি রাজদীপ পাল (Rajdeep Paul) ও শর্মিষ্ঠা মাইতি (Sarmistha Maiti)।


আরও পড়ুন:Aruna Arya: আমেরিকা থেকে এসে তাজপুরে গানের শ্যুটিং! অভিজ্ঞতা ভাগ করলেন শিল্পী


তবে এই প্রথম নয়। এরই মধ্যে একাধিক পুরস্কার ঝুলিতে ভরেছে 'কালকক্ষ' (Kalkokkho)। 'বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ নিউ কারেন্টস বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই ছবির। সপ্তম ক্যালাইডোস্কপ আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তন্নিষ্ঠা বিশ্বাস। পরবর্তী সময়ে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (গোয়া) ইন্ডিয়ান প্যানোরমার সম্মান পায় 'কালকক্ষ'। অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত ছবি 'কালকক্ষ' (হাউজ অফ টাইম) ২০২১ সাল থেকে শুরু করে ২০২২-এর শুরু পর্যন্ত এখনও পেয়ে চলেছে অসংখ্য আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সম্মান।


এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন রাজদীপ ও শর্মিষ্ঠা। 'কালকক্ষ' তাঁদের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। ইতিমধ্যেই ২৬তম বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার, বোস্টনে উদ্বোধনী ছবি হিসেবে নর্থ আমেরিকান প্রিমিয়ার হওয়ার পর ৫২তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব, গোয়া (IFFI)- এ ইন্ডিয়ান প্যানোরমার সম্মান জিতে নিয়েছে অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত 'কালকক্ষ'। বস্টনে শ্রেষ্ঠ অভিনেত্রীর জুরি পুরস্কার জিতে নিয়েছেন ছবির অভিনেত্রী তন্নিষ্ঠা বিশ্বাস। 'কালকক্ষ'-র সাফল্যে খুশি পরিচালক জুটি থেকে শুরু করে ছবির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরাও। কিন্তু এই ছবি তৈরির পথটা নেহাত সহজ ছিল না। ছবির পরিচালক রাজদীপ বলছেন, 'কালকক্ষ ছবির ভাবনা শুরু হয়েছে লকডাউনের মধ্যেই। এর আগে আমাদের অন্য একটি ছবি তৈরির পরিকল্পনা ছিল। ছবির কাস্টিং, চিত্রনাট্য সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয় সেই ছবির কাজ।' একই সুর শর্মিষ্ঠার গলাতেও। বললেন, 'একে অপরকে ফোন করে ছবির চিত্রনাট্য শোনাতাম আমরা। প্রযোজকের সঙ্গেও কথা হয়েছিল ফোনেই। ছবির গল্প শুনে ওনারা রাজি হন। '