চেন্নাই: আমির খানের থেকে সামাজিকভাবে তিনি অনেক বেশি দায়বদ্ধ। বললেন কমল হাসান।

৬২ বছরের অভিনেতা শিগগিরই টেলিভিশনে আসছেন, তামিল রিয়্যালিটি শো বিগ বসের সঞ্চালক হিসেবে। তাঁকে প্রশ্ন করা হয়, কেন তামিল ভাষায় সত্যমেব জয়তের মত শো করার কথা ভাবছেন না তিনি।

সঙ্গে সঙ্গে কমলের জবাব, সত্যমেব জয়তে যে সঞ্চালনা করেছে, তার তুলনায় আমি দীর্ঘদিন ধরে অনেক বেশি সামাজিকভাবে দায়বদ্ধ।

কয়েক বছর ধরে আমির খান ও কমল হাসানের মধ্যে চোরাগোপ্তা খিটিমিটি চলছে। ২০১৩-য় এ জন্য আমির সকলের সামনে কমলের কাছে ক্ষমাপ্রার্থনাও করেন। কমলের ছবি বিশ্বরূপম সেন্সর বোর্ডে আটকে যায়। তখন আমির কমলের পাশে দাঁড়াননি। পরে তিনি বলেন, নিজের কাজে ব্যস্ত থাকায় তখন এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করতে পারেননি, সে জন্য তিনি লজ্জিত। সে জন্য তিনি জনসমক্ষে কমলের কাছে ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, ছবির বিষয় কারও পছন্দ নাই হতে পারে কিন্তু ছবি নিষিদ্ধ করা কোনওভাবেই কাম্য নয়। ছবি একবার সার্টিফিকেট পেয়ে গেলে তা যাতে নির্ঝঞ্ঝাটে চলতে পারে, তা দেখা প্রশাসনের দায়িত্ব।

কিন্তু কমল যে পুরনো ঘটনা ভোলেননি, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।