কলকাতা: রাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা কমল হাসান (Kamal Hassan)। সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসে রাজ্যসভার সাংসদ হতে পারেন তিনি। ডিএমকের সমর্থনে তামিলনাডু থেকেই রাজ্যসভার প্রার্থী হতে পারেন কমল হাসান। তাঁর সঙ্গে গত বুধবার দেখা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মন্ত্রী পিকে শেখর বাবু। আর তার পর থেকেই শুরু হয়েছে এই জল্পনা। 


প্রসঙ্গত, এই প্রথম রাজনীতিতে পার রাখছেন না কমল হাসান। এর আগেই সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন তিনি। এর আগে ‘মক্কাল নিধি মইয়াম’ (এমএনএম) নামে নিজের একটি দল গড়েছিলেন কমল হাসান। যদিও তাঁর এই দল ১৪০টি আসনে প্রার্থী দিলেও একটাতেও জয়লাভ করতে পারেনি।  তবে, গত লোকসভা নির্বাচনে কমল হাসান সমর্থন করেন ডিএমকে-কে। সেখানে লোকসভা নির্বাচনে ৩৯টি আসনের একটিতেও প্রার্থী দেয়নি কমল হাসানের দল। সূত্রের খবর, তখনই রাজ্যসভার সাংসদ করে পাঠানো হবে কমল হাসানকে বলে স্ট্যালিনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল।


বুধবার অর্থাৎ গতকাল রাতেই কমল হাসানের চেন্নাইয়ের বাড়িতে গিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ মন্ত্রী পিকে শেখর বাবু । সেখানের তাঁর সঙ্গে বৈঠক করার পরে সংবাদমাধ্যমকে শেখর জানান, তাঁদের দলের নেতা স্ট্যালিন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করা হবে বলে কমল হাসানকে জানানো হয়েছে। জানা যাচ্ছে, জুন মাসে তামিলনাড়ুর ছ’টি রাজ্যসভার আসন খালি হবে। জুলাইতে ওই আসনগুলিতে নির্বাচন। ডিএমকে সূত্রে খবর, তারই একটিতে কমল হাসানকে প্রার্থী করা হবে। এমএনএমের কোনও বিধায়ক না থাকলেও ডিএমকের সমর্থন পেলে রাজ্যসভায় কমলের জয় কার্যত নিশ্চিত।


 






 






আরও পড়ুন: Tollywood Film: বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত, সাধারণ মানুষেরা কবে দেখতে পাচ্ছেন এই বাংলা ছবি?