কলকাতা: এই ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন জায়গার ফিল্ম ফেস্টিভ্যালে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এবার সাধারণ মানুষদের জন্য মুক্তি পাচ্ছে এই ছবি। গত ডিসেম্বরে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কার পেয়েছে এই ছবি। শুধু দেশে নয়, বিদেশেও এই ছবিটি প্রশংসিত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কারও। চলতি মাসেই এই ছবিটি মুক্তি পাচ্ছে সাধারণ দর্শকদের জন্য।


'ধ্রুবর আশ্চর্য জীবন' একটি ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন জঁরের চলচ্চিত্র। গল্পের কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে রক্ষা করতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয়। ধ্রুব  বুঝতে পারে  রিমিদের জন্য টাকা জোগাড় করতে গেলে তাকে একটা অপরাধ করতে হবে।  কিন্তু রিমি চায় না ধ্রুব কোনও খারাপ কাজ করুক। ধ্রুবকে দুটো রাস্তার মধ্যে যে কোনও একটা বেছে নিতে হবে। সমাজের চোখে কোনটা অপরাধ এবং কোনটা নয় -  নৈতিকতার এই টানাপোড়েনে ধ্রুবর জীবন কখনো ডুবে যায় , কখনো ভেসে ওঠে। 


এই ছবির পরিচালক অভিজিৎ চৌধুরী। মুখ্যভূমিকায় রয়েছেন, ঋষভ বসু, বাদশা মৈত্র, কোরক সামন্ত, সুদীপ মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, ঋত্বিকা পাল, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, দীপক হালদার, শান্তনু নাথ, অরুণাভ খাসনবিশ, সেঁজুতি মুখোপাধ্যায় ও প্রেরণা দাস। পরিচালক অভিজিৎ চৌধুরী বলছেন, "ক্ষমতাবান আর ক্ষমতা শূন্যদের মাঝখানে দাঁড়িয়ে আমাদের মধ্যবিত্ত জীবন প্রায়শই একটা প্রশ্নের সামনে এসে দাঁড়ায় - আদর্শ আঁকড়ে থাকা না লড়াই করা - কোন পথে  যাব ?  “ধ্রুবর আশ্চর্য জীবন” ধ্রুবর জীবনের চারটি সম্ভবনার চারটি অধ্যায়ে বলা হয়েছে। চারটে অধ্যায়ে চারজন কিংবদন্তি বাঙালি শিল্পীকে সম্মান জানানো হয়েছে - যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য , বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ছবিটি নিবেদন করছেন, অনিরুদ্ধ রায়চৌধুরী।




এই কাজ সম্পর্কে ঋষভ বসু বলছেন, 'অভিজিৎদার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই খুবই ভাল। কারণ অভিজিৎদার সঙ্গে আমার একটা অদ্ভুতরকমের বোঝাপড়া আছে। অভিজিৎদা যেটা বোঝাতে চায় সিনেমার মাধ্যমে, অভিনেতা হিসাবে আমি সবসময় চেষ্টা করি সেটাই ফলো করে চরিত্রের মনস্তত্ত্বটা তুলে ধরার, সেটা অভিজিৎদা খুব ভালভাবে বুঝিয়ে দেয়। এই ছবিটা করার সময় আমরা অনেক বারই বসেছি স্ক্রিপ্ট নিয়ে, স্ক্রিপ্ট এর সূক্ষ সূক্ষ বিষয় গুলো নিয়ে আমরা অনেক বার আলোচনা করেছি, ওয়ার্কশপ করেছি এবং বাকি সহ অভিনেতাদের সঙ্গে বসে আলোচনা করেছি সীনগুলোর কোরিয়োগ্রাফ নিয়ে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ধাঁচ ছিল আমাদের জন্য। খুবই বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে ওয়ার্কশপ হয়েছে, টিম ওয়ার্ক ছাড়া এটা সম্ভব ছিল না।


আরও পড়ুন: Ranveer Allahbadia: কঠিন সময়ে রণবীরের হাত ছাড়ছেন প্রেমিকা নিক্কি শর্মাও! জল্পনার মধ্যে কী উত্তর এল?