নয়াদিল্লি: ৩ জুন বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে কমল হাসন (Kamal Haasan) অভিনীত 'বিক্রম' (Vikram)। প্রথম দিনে কেমন হল ছবির ব্যবসা? কেবল তামিলনাড়ুতেই (Tamil Nadu) দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি।


বক্স অফিসে 'বিক্রম' ম্যাজিক


৩ জুন মুক্তি পেয়ে প্রথম দিনেই এই ছবি ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। তার মধ্যে তামিলনাড়ুতেই এই ছবি ২১ কোটির ব্যবসা করেছে। 


লোকেশ কনগরাজ পরিচালিত ছবিটি কেরলেও বেশ ভাল ব্যবসা করেছে। প্রথম দিনে কেরলে ৫ কোটি টাকার ব্যবসা করেছে। কর্ণাটকে মোটামুটি ব্যবসা করেছে 'বিক্রম'। সেখানে ৩.৪০ কোটির ব্যবসা হয়েছে। এছাড়া তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশেও ঠিকঠাক ব্যবসা হয়েছে অন্ধ্র প্রদেশে ২.৯ কোটি আয় করেছে কমল হাসনের ছবি। দেশের বাকি অংশে এই ছবি মোট ০.৭৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিনে। তবে ট্রেড অ্যানালিস্টদের মত অনুযায়ী বিশ্বের বাকি অংশে ভালই ব্যবসা করছে এই ছবি।


প্রথম দিনে ভাল ব্যবসা করলেও মনে করা হচ্ছিল যে দ্বিতীয় দিনে এই ছবির ব্যবসা কম হতে পারে। তবে শনিবারের জন্য টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ বেশ ভালই ছিল। অনেক ট্রেড অ্যানালিস্টের মতে এই ছবির ব্যবসা প্রথম সপ্তাহান্তে ৮৫ কোটি ছুঁয়ে ফেলবে কেবল ভারতেই। এমনকী ৯০ কোটির গণ্ডিতেও পৌঁছতে পারে বলে মত কারও কারও। 


প্রসঙ্গত, 'বিক্রম' ছবির মুক্তির সঙ্গে ভারতীয় বক্স অফিসে অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ' ও অদিভি শেষের 'মেজর'ও মুক্তি পেয়েছে। 


তবে কিছুদিনের মধ্যে কেবল তামিলনাড়ুতেই এই ছবি ১০০ কোটির গণ্ডি পার করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও মার্কিন মুলুকে ভাল ব্যবসা করছে এই ছবি।


আরও পড়ুন: Ismart Jodi: জিতের শো-এ জামাইষষ্ঠী স্পেশাল, স্ত্রীর জন্য কী করলেন অনীক?


'বিক্রম' ছবির লেখা ও পরিচালনা লোকেশ কনগরাজ করেছেন। ছবিতে কমল হাসনকে একজন 'র' এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া ছবিতে বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ক্যামিও চরিত্রে দেখা গেছে তামিল তারকা সুরিয়াকে।