কলকাতা: দীপাবলির পরেই 'লক্ষ্মী এল ঘরে'। বাবা হলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। মা হলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সুখবর। শ্রীময়ী যে অন্তঃসত্ত্বা ছিলেন সেই খবর প্রকাশ্যে আসতে দেননি তিনি। তবে কালীপুজোর সময় শ্রীময়ীর ছবি দেখে অনেকেই আন্দাজ করেছিলেন, সুখবর আসতে চলেছে। সেই খবর যদিও উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী। তবে ভাইফোঁটার আগের দিনই, সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার খবর প্রকাশ করলেন কাঞ্চন-শ্রীময়ী।
সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন লিখেছেন, 'এই শুভ মুহূর্তে, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভাল খবরটা দিতে চাই। আমরা এখন ৩ জনের পরিবার। আমাদের ছোট্ট মেয়ে কৃষভিকে আশীর্বাদ করবেন। মিস্টার অ্যান্ড মিসেস মৌলিক'। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করতেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনিন্দিতা রায়চৌধুরী। কালীপুজোর ছবিতেই স্পষ্ট ছিল শ্রীময়ীর গর্ভ। তবে সেই সময়ে কিচ্ছু জানাননি অভিনেতা অভিনেত্রী। কালীপুজোর পরের দিনই মেয়ে হয়েছে তাঁদের। সুখবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আপাতত হাসপাতালেই রয়েছেন মা ও শিশু। সবসময়ের জন্য পাশে থেকেছেন কাঞ্চন। ২০২৪ সাল অবশ্যই বিশেষ হয়ে থাকবে কাঞ্চন শ্রীময়ীর জীবনে। তাঁদের বিয়েও হয়েছে চলতি বছরেই। আর সাত মাসের মাথায় লক্ষ্মী এল ঘরে। কাঞ্চনের বাড়িতে কালীপুজো হয়। সেই পুজো ফের শুরু করেছেন শ্রীময়ীই। নিজের হাতে পুজোর যাবতীয় যোগাড় করেছিলেন তিনি। নিজের হাতে রেঁধেছিলেন ভোগ। সেই সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তবুও সমস্ত কাজ করে গিয়েছেন। আর কালীপুজোর পরের দিনই কাঞ্চন শ্রীময়ীর জীবনে এল নতুন সদস্য। খুশিতে আত্মহারা কাঞ্চন আর শ্রীময়ী দুজনেই। বিয়ের পরেই নতুন জীবন শুরু করেছিলেন তাঁরা। তবে এবার নতুন দায়িত্ব, মা-বাবা হয়ে ওঠার দায়িত্ব.. কাঞ্চন শ্রীময়ীর চোখে এখন অনেক স্বপ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে