ঝিলম করঞ্জাই ও হিন্দোল দে, কলকাতা: অ্যাপ বাইকের রাইড বাতিল করায় মহিলা জুনিয়র ডাক্তারকে 'যৌন হেনস্থা'র অভিযোগ। হোয়াটসঅ্যাপে অশ্লীল ভিডিও পাঠানোর পাশাপাশি, গালিগালাজের অভিযোগ। অভিযোগের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত অ্যাপ বাইক চালক রাজু দাসকে গ্রেফতার করল পূর্ব যাদবপুর থানার পুলিশ। (Kolkata News)
উমার পর কৈলাসে ফিরে গিয়েছেন শ্যামা। দীপান্বিতা অমাবস্যায় আলোয় সেজেছে সারা বাংলা। কিন্তু অন্ধকার যে এখনও কাটেনি, তার প্রমাণ মিলল শনিবার। অ্যাপ বাইক রাইডের বুকিং বাতিল করায় বার বার ফোন করে গালিগালাজ, হোয়াটসঅ্যাপে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ উঠল।অ্যাপ নির্ভর বাইকের চালকের বিরুদ্ধে মহিলা জুনিয়র ডাক্তারকে 'যৌন হেনস্থা'র অভিযোগ উঠল খাস কলকাতায়। (App Bike Ride)
কলকাতা পুলিশের সাইবার শাখায় ই-মেল করে অভিযোগ দায়ের করেন ওই জুনিয়র ডাক্তার। তাঁর দাবি, শুক্রবার সন্ধ্যায় একটি অ্যাপ বাইক বুক করেন। পরে সেই রাইড বাতিল করে দেন। এর পরই শুরু হয় বিপত্তি। ওই জুনিয়র ডাক্তার জানিয়েছেন, ১৭ বার ফোন আসে। অশ্লীল ভিডিও ঢোকে হোয়াটসঅ্যাপে। ফোন ধরলে উল্টো দিক থেকে গালিগালাজ করা হয়। চামড়া তুলে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। (Jadavpur Police Station)
এর পরই পুলিশের কাছে, ওই অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে যৌন হেনস্থা ও হুমকির অভিযোগে দায়ের করেন তরুণী ডাক্তার। পূর্ব যাদবপুর থানাতেও অভিযোগ করেন জুনিয়র ডাক্তার। পুলিশ সূত্রে খবর, শ্লীলতাহানি, ভয় দেখানো ও গালিগালাজ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মুকুন্দপুর এলাকা থেকে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত রাজু দাস।
এই শহরে অ্যাপ ক্যাব বা অ্যাপ নির্ভর বাইক চালকের বিরুদ্ধে যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ নতুন নয়। এর আগে, রাতের শহরে এক অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে এক অ্যাপ নির্ভর বাইক চালকের বিরুদ্ধে। কটূক্তি ও জোর করে বাইক থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী।
অ্য়াপ ক্য়াব চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য় আচরণের অভিযোগ ওঠে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায়। প্রতিবাদ করলে অভিযোগকারিণীর দাদাকে মারধর করা হয় বলেও অভিযোগ। ২০২৩-এর মহালয়ার দিন অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে। চারু মার্কেট থানায় দায়ের অভিযোগ দায়ের হয়। এবার অভিযোগ উঠল, আরও অ্যাপ নির্ভর বাইক চালকের বিরুদ্ধে।