কলকাতা: সদ্য বিবাহিত এই জুটির রসায়ন বেশ চর্চিত। সোশ্যাল মিডিয়ায় যুগলে ছবি শেয়ার করে নিতে তাঁরা বেশ পছন্দই করেন। সদ্য, সপ্তাহের মধ্যেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj) ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে আদুরে ছবি শেয়ার করে নিয়ে শ্রীময়ীর বার্তা, 'আমি ভালোবাসতে ভালোবাসি'।
মার্চ মাসে সামাজিক বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁরা দীর্ঘদিনের চরিত্র জুটি। কাঞ্চন-শ্রীময়ীর প্রেমের কথা বিয়ের আগে তাঁরা নিজ মুখে স্বীকার না করলেও তা ছিল টলিউডের ওপেন সিক্রেট। বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল কাঞ্চনের। অভিনেত্রী পিঙ্কির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন কাঞ্চন। সেই মামলার নিস্পত্তি হতেই তিনি বিয়ে করেন শ্রীময়ীকে। এখন সুখের সংসার কাঞ্চন ও শ্রীময়ীর।
সদ্য মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই সফরের বহু ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী কাঞ্চন। তবে প্রত্যেক ছবিরই কমেন্টবক্স বন্ধ রেখেছেন তাঁরা। বিয়ে থেকে শুরু করে তাঁদের সম্পর্ক.. কটাক্ষের স্বীকার কিছু কম হতে হয়নি কাঞ্চন-শ্রীময়ীকে। বিয়ের কার্ড নিয়ে বিতর্ক থেকে শুরু করে একাধিক বিষয়ে বারে বারেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন কাঞ্চন শ্রীময়ী। তবে বর্তমানে সেই সমস্ত পরিস্থিতি কাটিয়ে উঠে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত কাঞ্চন শ্রীময়ী।
সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'- এর শ্যুটিং শেষ করেছেন কাঞ্চন। এই ছবির কারণেই বিয়ের পরে কাজে ব্যস্ত ছিলেন তিনি। আর তাই প্রথম জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে সময় কাটাতে যেতেই পারেননি। শ্যুটিং সেরে এক্কেবারে রাতে গিয়ে পৌঁছেছিলেন খাওয়া দাওয়া করতে। সেই নিয়ে মনখারাপ ছিল শ্রীময়ীর। সেই সময়ে শ্রীময়ী এবিপি লাইভের কাছে অভিযোগও জানিয়েছিলেন কাঞ্চনের ব্যস্ততা নিয়। তবে ছবির শ্যুটিং শেষ করেই শ্রীময়ীকে জন্মদিনের উপহার হিসেবে এই মলদ্বীপ সফর দিয়েছেন কাঞ্চন। আর এতেই মান অভিমান মিটেছে স্বামী স্ত্রীর মধ্যে।
আরও পড়ুন : Akshay Kumar: কেরিয়ারে একের পর এক ফ্লপ, এরপরে আর্থিক প্রতারণারও শিকার অক্ষয় কুমার!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।