কলকাতা: একের পর এক ফ্লপ ছবি, কেরিয়ারের খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অক্ষয়কুমার (Akshay Kumar)। তবে এর মধ্যে নাকি একাধিক প্রযোজকদের কাছ থেকে প্রতারিত হয়েছে বলিউডের 'খিলাড়ি'? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে এই অভিযোগই তুললেন অভিনেতা। ঠিক কী অভিযোগ তাঁর?
'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল অক্ষয়কে। সঙ্গে ছিলেন টাইগার শ্রফ। তবে বক্সঅফিসে একেবারেই ছাপ ফেলতে পারেন এই ছবি। শুধু এই একটি ছবিই নয়, ১২ জুলাই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'সরফিরা'। তবে সেই ছবিটিও তেমন আলোচিত হয়নি। ওটিটিতে পা রেখে প্রশংসিত হলেও বক্সঅফিসে ছাপ ফেলতে পারেননি অক্ষয় কুমার। আর সদ্য তিনি মুখ খুললেন কেরিয়ারে প্রতারিত হওয়া নিয়ে।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, একাধিক ছবির প্রযোজকেরা তাঁকে এখনও টাকা দেননি। অথচ ছবি মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু তাঁরা টাকাপয়সা মেটাননি। অক্ষয়ের কথায়, 'অনেক প্রযোজকেরাই আমার প্রাপ্য টাকা আমায় এখনও দেননি। আমি কেবল তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। সেই জায়গা থেকে সরে যাই। আর কিই বা করতে পারি আমি?'
প্রসঙ্গত, এর আগে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের 'রামসেতু'। সেই ছবিটিও বক্সঅফিসে ছাপ ফেলতে পারেনি। তবে প্রেক্ষাগৃহে ব্যবসা করতে না পারলেও ওটিটি প্ল্যাটফর্মে অনেক মানুষ দেখেছেন, 'বড়ে মিঞা ছোটে মিঞা'। এই ছবিটি ইতিমধ্যেই চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)-এ। আর সেখানেই এই ছবি এখন ট্রেন্ড করছে, সবচেয়ে বেশি দেখা, সেরা দশটি ছবির মধ্যে। হিসেব করলে দেখা যায়, জুন মাসের ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত যে ছবিগুলো পাকিস্তানে সবচেয়ে বেশি দেখা হয়েছে, তারমধ্যে অন্যতম অক্ষয় কুমারের 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'।
এই প্রথম নয়, এর আগেও একাধিক ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে ব্যবসা করতে পারেনি। তবে ওটিটির যুগে সেই একই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরেই। সেই তালিকায় নাম রয়েছে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। প্রসঙ্গত, শুধু পাকিস্তান বললে ভুল হবে, নেটফ্লিক্সেও এই ছবি ভারতে ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক হাজার দর্শক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।