কলকাতা: যাঁকে পর্দায় দেখছেন, তিনিই বসে রয়েছেন পাশে! সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকুক, বাঁকা নজর থাকুক.. তাকে থোড়াই কেয়ার এই দুই তারকার। সপ্তাহান্তের ছুটির দিনে 'রক্তবীজ' (Roktobeej) দেখতে হাজির হলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj) ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) থ্রিলারে একটি গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন কাঞ্চন। আর সেই ছবি দেখতেই, আজ প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন শ্রীময়ী-কাঞ্চন।
কাঞ্চন ও তাঁর স্ত্রী পিঙ্কির বিচ্ছেদের মামলা এখন বিচারাধীন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে পছন্দ করেন না কাঞ্চন, বরং তিনি ব্যস্ত তাঁর কাজ ও রাজনীতি নিয়ে। একদিকে যেমন তিনি বিধায়কের দায়িত্ব সামলাচ্ছেন, তেমনই একের পর এক দুর্দান্ত অভিনয় করে চলেছেন বড়পর্দা ও ওয়েব সিরিজেও। অন্যদিকে, শ্রীময়ীও ব্যস্ত তাঁর ধারাবাহিক নিয়ে। তাঁদের সম্পর্কের দিকে বারে বারে আঙুল উঠলেও, কাঞ্চন চিরকালই দাবি করেছেন, শ্রীময়ী তাঁর স্নেহের পাত্রী। অন্যদিকে শ্রীময়ীও বারে বারেই বলেছেন, কাঞ্চন তাঁর পথপ্রদর্শক। অভিনয় জগতে কাঞ্চনের থেকে অনেক কিছুই শিখেছেন তিনি আর সেই কারণেই যথেষ্ট সম্মান করেন তাঁকে।
সম্পর্ক নিয়ে জলঘোলা হওয়ার সময়টুকু, এক ফ্রেমে ধরা দিতে চাইতেন না কাঞ্চন ও শ্রীময়ী। বিভিন্ন সময়ে রাজনৈতিক বা ধর্মীয় অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকলেও এক ফ্রেমে ধরা দেননি। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি। কাঞ্চনের জন্মদিন হোক বা তাঁর বাড়ির পুজো.. সব জায়গাতেই হাজির থাকেন শ্রীময়ী। একে অপরের সঙ্গে যোগাযোগ যে রয়েছে, এ নিয়ে রাখঢাক করতে নারাজ তাঁরা। বরং শ্রীময়ীর আজকের পোস্টে ধরা পড়ল, তিনি কাঞ্চনকে নিয়ে কতটা গর্বিত।
প্রেক্ষাগৃহের পাশাপাশি সিটে বসে ছবি শেয়ার করে নিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। অভিনেত্রী লিখেছেন, 'রক্তবীজ দেখলাম অফিসার মিস্টার নিত্যানন্দ পতিতুন্ডির সঙ্গে। ছবিটা সত্যিই অন্যরকম। ভীষণ ভাল।' শ্রীময়ীর পাশেই বসে হাসছেন কাঞ্চন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। পুজোয় মুক্তি পাওয়া ছবি 'রক্তবীজ' দর্শকদের প্রশংসা পেয়েছে।'