কলকাতা: লোকে লোকারণ্য কলকাতা। ২১ জুলাই। মঞ্চে বক্তৃতা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দর্শকাসেন তৃণমূল সভাকর্মীদের সঙ্গে বসে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। আর তাঁর পাশেই শ্রীময়ী চট্টরাজ (Sreemayee Chattaraj)। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করে নিলেন সেইসব ছবি।
আরও পড়ুন: Rashmika Mandanna: রণবীরের পর কোন বলি তারকার সঙ্গে জুটি বাঁধছেন 'পুষ্পা' খ্যাত রশ্মিকা?
সদ্য পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় সেই সফরের খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। তবে সেই সফরে শ্রীময়ীর সঙ্গী কে হয়েছিলেন, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। তবে আজ সোশ্যাল মিডিয়ায় ২১-এর সমাবেশ থেকে একাধিক ছবি ভাগ করে নিলেন শ্রীময়ী। সেই ছবিতে কেবল কাঞ্চন নন, ধরা পড়লেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), অদিতি মুন্সী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও অন্যান্য তারকারা।
শুধু কী তাই? এদিন ২১-এর সমাবেশ থেকে কাউকেই খালি হাতে ফেরালেন না মুখ্যমন্ত্রী। উপহারে শ্রীময়ী পেলেন কমলা জরি পাড়ের শাড়ি। সোশ্যাল মিডিয়ায় সেই শাড়ির ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।